Celeb Gossip

বিয়ের পাঁচ মাসেই মা হচ্ছেন শোভিতা, বাবা হচ্ছেন নাগা! খবর শুনে কেঁদে ভাসালেন সামান্থা?

শোনা যাচ্ছে, শীঘ্রই মা-বাবা হতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা এবং অভিনেতা নাগা চৈতন্য। সেই খবর শুনেই নাকি কান্নাকাটি শুরু করলেন সামান্থা রুথ প্রভু!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৯:৪২
Actress Samatha Ruth Prabhu’s crying photo went viral after Sobhita Dhulipala’s pregnancy news

ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টাও কাটেনি। চারিদিকে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সন্তানসম্ভবা হওয়ার খবর। শোনা যাচ্ছে, বিয়ের পাঁচ মাসের মাথাতেই নাকি সুখবর শোনাচ্ছেন অভিনেত্রী। এক দিকে নাগা চৈতন্যর বাবা হতে চলার খবর আর অন্য দিকে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কান্নার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে চোখের জল মুচ্ছেন নায়িকা। সেই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন দর্শকেরা। অনেকেরই দাবি, তবে কি নাগার বাবা হওয়ার খবর শুনে কান্নাকাটি শুরু করলেন নায়িকা? দর্শকেরা যাই ভাবুন না কেন, আদপে এমনটা একেবারেই ঘটেনি। কিছু দিন আগেই নিজের প্রযোজনা সংস্থার কথা ঘোষণা করেন নায়িকা। তাঁর প্রযোজনা সংস্থা ‘ট্রা লা লা মুভিং পিকচার্স’ প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’-এর একটি প্রচার অনুষ্ঠান ছিল।

Advertisement

সেই অনুষ্ঠান উপলক্ষেই বিশাখপত্তনম গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই দর্শকাসনে দেখা যায় তাঁকে। নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছিলেন। তা দেখে অনেকে ধরে নিয়েছেন নায়িকা বুঝি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আবার অনেকের ধারণা নাগা এবং শোভিতার খবর শুনেই চোখে জল তাঁর। যদিও এ সব আলোচনাই এক নিমেষে বন্ধ করে দিয়েছেন নায়িকা নিজেই। অভিনেত্রী বলেন, “চোখের একটা সমস্যা হয়েছে আমার। তাই মাঝে মাঝেই জল পড়ে। কোনও কারণেই আবেগপ্রবণ হওয়ার জন্য চোখে জল আসেনি।” এই বিষয়ে অনেক ধরনের লেখালেখি হওয়ায় বিরক্ত নায়িকা। গুজব ছড়ানো যাতে বন্ধ হয়, তাই নিজেই সাফ জানিয়ে দেন চোখের সমস্যার জন্যই তিনি তা মোছার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, নাগা-শোভিতার বাবা-মা হতে চলার খবরটিও অসত্য বলেই জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন