Salman Khan

‘ওঁর খামারবাড়িতে দু’দিন থেকেছি’, সলমনের ফার্মহাউসের অন্দরে কী হয়? ফাঁস করলেন শেহনাজ়

সলমনের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেছেন শেহনাজ়। সৌভাগ্য হয়েছে সলমনের খামারবাড়ি যাওয়ারও। জানান অভিনেত্রী তথা গায়িকা নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৬:৫৩
শেহনাজ় থেকেছেন সলমনের খামারবাড়িতে।

শেহনাজ় থেকেছেন সলমনের খামারবাড়িতে। ছবি: সংগৃহীত।

সলমন খানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তাঁর অনুরাগীরা। তবে সলমনের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে, ফাঁস করলেন শেহনাজ় গিল।

Advertisement

‘বিগ বস্‌ ১৩’ থেকে শেহনাজ়ের সঙ্গে পরিচয় সলমনের। তার পর থেকেই ভাইজানের স্নেহধন্যা তিনি। সলমনের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেছেন শেহনাজ়। সৌভাগ্য হয়েছে সলমনের খামারবাড়ি যাওয়ারও। জানান অভিনেত্রী তথা গায়িকা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ় জানান, তিনি সলমনের খামারবাড়িতে দু’-তিন দিন থেকেছেনও। তাঁর কথায়, “‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দু’-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম।”

খামারবাড়িতে রয়েছে বহু বাইক ও গাড়ি। শেহনাজ় বলেছেন, “আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম।”

বৃক্ষরোপণ ও চাষাবাদ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে সলমন খানের। শেহনাজ় বলেছেন, “সলমন গাছ থেকে ফল পাড়তেন। স্যর খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন।” শেহনাজ়ের মতে, সলমন নাকি মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালবাসেন।

কোনও এক সপ্তাহান্তে সলমনের খামারবাড়িতে গিয়েছিলেন শেহনাজ়। সেখানে ভাইজানের সঙ্গে পার্টিও করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, “আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কী ভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওঁর অগাধ জ্ঞান ছবি ও অভিনয় নিয়ে। সেগুলি আমাদের সঙ্গে ভাগ করে নিতেন।”

Advertisement
আরও পড়ুন