Shruti Hassan

শনিদেবের থেকে কঠিন শিক্ষা পেয়েছেন শ্রুতি! কর্মফল নিয়ে কী জানালেন অভিনেত্রী?

ছবি নির্বাচন থেকে শুরু করে জীবনযাপন, চেনা ছকের বাইরে থাকতেই ভালবাসেন শ্রুতি। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়েও নিজের স্পষ্ট মত ব্যক্ত করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৬:৩৬
শনিদেবের থেকে কঠিন শিক্ষা পেয়েছেন শ্রুতি

শনিদেবের থেকে কঠিন শিক্ষা পেয়েছেন শ্রুতি গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শনিদেবই সেরা। এমনই মনে করেন শ্রুতি হাসন। জীবনে শনিদেবের জন্য বড় শিক্ষাও পেয়েছেন তিনি। রণবীর ইলাহাবাদিয়ার পডকাস্টে এমন কথা বলেছিলেন অভিনেত্রী-গায়িকা।

Advertisement

ছবি নির্বাচন থেকে শুরু করে জীবনযাপন, চেনা ছকের বাইরে থাকতেই ভালবাসেন শ্রুতি। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়েও নিজের স্পষ্ট মত রাখেন তিনি। রণবীরের পডকাস্টে শনিদেবকে নিয়ে তাঁর নিজের মত ভাগ করে নেন শ্রুতি। শনিদেবকে অনেকেই ভয় পান। শনির দশা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। কালো রং এড়িয়ে চলেন তাঁরা। কিন্তু আসলে শনিদেবই সেরা। মনে করেন শ্রুতি।

তাই অভিনেত্রী পডকাস্টে বলেছেন, “শনিদেবই সেরা। সবাই ভয় পায়। কালো পরতে নিষেধ করে। কিন্তু শনিদেব হলেন বড় শিক্ষকের মতো। আপনি যদি নিয়ম মেনে চলেন এবং ভাল শিক্ষার্থী হয়ে উঠতে পারেন, তা হলে আপনার জন্য শনিদেবই সেরা।”

শোনা যায়, কর্ম অনুযায়ী ফল দান করেন শনিদেব। ভুল, অনৈতিক কাজ করলে শিক্ষা দেন তিনি। শ্রুতিও কি শনিদেবের থেকে এমন শিক্ষা পেয়েছেন? অভিনেত্রী বলেন, “হ্যাঁ, আমিও শিক্ষা পেয়েছি। বেশ কয়েক বছর আগে শনিদেব আমাকে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষা কিন্তু বেশ কঠিন ছিল। কিন্তু বিরাট বড় শিক্ষা পেয়েছিলাম।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়েও মুখ খুলেছেন শ্রুতি হাসন। গত ৪ বছর ধরে অসমের জনপ্রিয় শিল্পী শান্তনু হাজরিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে তোলা ছবিও দিতেন শ্রুতি। একত্রবাস করতেন তাঁরা। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু, আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। কী কারণে ভাঙল সম্পর্ক, তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। যদিও শ্রুতি জানান, বিয়ে নিয়ে ভীতি আছে তাঁর। তবে মা হতে চান ভবিষ্যতে।

Advertisement
আরও পড়ুন