Swastika Ghosh

মন্দিরে পুজো, মায়ের হাতের কষা মাংসে জমজমাট স্বস্তিকার জন্মদিন, ‘দীপা’কে কী ভাবে শুভেচ্ছা ‘মিশকা’র?

গত সাড়ে তিন বছর ধরে তাঁকে দীপা হিসাবে দেখেছে দর্শক। অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে এখন দেখা যাচ্ছে অন্য ভাবে। সারা বছরের ব্যস্ততার মাঝে নিজের জন্মদিন কী ভাবে কাটাবেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১০
কী ভাবে জন্মদিন কাটাবেন স্বস্তিকা?

কী ভাবে জন্মদিন কাটাবেন স্বস্তিকা? ছবি: সংগৃহীত।

গত সাড়ে তিন বছরে জীবন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের। ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হয়ে এক দিকে যেমন হাতে সময় কমেছে, তেমনই জনপ্রিয়তা বেড়েছে। ১১ সেপ্টেম্বর স্বস্তিকার জন্মদিন। অনেক দিন পরে একটা ছুটি পেয়েছেন অভিনেত্রী। বিশেষ দিনটা কী ভাবে কাটাবেন পর্দার দীপা?

Advertisement

এখন দীপা যদিও সুদীপা হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন গল্প তৈরি হয়েছে। নতুন কাহিনিতে স্বস্তিকা এখন সুদীপা। জন্মদিনে সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক শুভেচ্ছাবার্তায়। দিনটা কী ভাবে পরিকল্পনা করেছেন তিনি? স্বস্তিকা বললেন, “বহুদিন পরে একটা ছুটি পেয়েছি। মায়ের হাতের কষা মাংস খাব আজ। ভেবেই ভাল লাগছে। বন্ধুরা ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে।”

জন্মদিনের সকালে স্বস্তিকা আর অহনা দত্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। পর্দায় দীপা আর মিশকার যত লড়াই দেখেছে দর্শক, বাস্তবে তাঁদের সম্পর্ক একেবারে উল্টো। সদ্য মেয়ের মা হয়েছেন অহনা। সেই দিন রাতেই খুদে সদস্যকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা। অভিনেত্রী যোগ করলেন, “অহনা আর আমি খুব ভাল বন্ধু। এখন খুদে সদস্য এসেছে। বাড়তি আনন্দ। আমাদের প্রথম দেখা হওয়ার ছবি পোস্ট করেছে অহনা। আমার খুব ভাল লেগেছে। আজই পুজোর কেনাকাটা সেরে ফেলব ভেবেছি মা-বাবার সঙ্গে। আর সন্ধ্যাবেলা যাব ইস্কনের মন্দিরে। রাধা-কৃষ্ণকে পুজো দিয়ে আসব।”

পুজোর আগে নিঃশ্বাস ফেলার সময় নেই। বদলেছে গল্প, বদলেছে গোটা শুটিং ফ্লোর। স্বস্তিকার নতুন সহকর্মী তিয়াসা লেপচা আর রাহুল মজুমদার। পুরনো বন্ধুদের মনে পড়ছে। তবে অভিনেত্রী এ-ও জানিয়েছেন, নতুনদের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু সাড়ে তিন বছরের স্মৃতি, সম্পর্ক—নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে, জানাচ্ছেন স্বস্তিকা।

Advertisement
আরও পড়ুন