Taapsee Pannu

গোপনে বিয়ে সেরেছিলেন! বছর ঘুরতেই ফের বোনের কাছে ফিরলেন তাপসী! নতুন বাড়ির দাম আকাশছোঁয়া

মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বিলাসবহুল আবাসনে নতুন ঠিকানা তাপসী ও তাঁর শগুন পন্নুর। আবাসনের মধ্যে নাকি উন্নত মানের বেশ কিছু সুবিধা রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৮:১৫
Actress Taapsee Pannu and her sister Shagun Pannu have purchased a new flat

নতুন বাড়ি কিনলেন তাপসী। ছবি: সংগৃহীত।

প্রচারের আলো থেকে দূরে সরে গিয়ে বিয়ে করেছিলেন তাপসী পন্নু। ব্যাডমিন্ট খেলোয়াড় ম্যাথিয়াস বো-এর সঙ্গে ২০২৪-এর ২৩ মার্চ গোপনে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বিয়ের এক বছর ঘুরতেই বোনের সঙ্গে জোট বেঁধে নতুন বাড়ি কিনলেন তাপসী।

Advertisement

মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বিলাসবহুল আবাসনে নতুন ঠিকানা তাপসী ও তাঁর শগুন পন্নুর। আবাসনের মধ্যে নাকি উন্নত মানের বেশ কিছু সুবিধা রয়েছে। নতুন ফ্ল্যাটটি আয়তনে ১৬৬৯ বর্গফুট। এ ছাড়াও রয়েছে গাড়ি রাখার জায়গা। ২০২৫-এর মে মাসেই বাড়ি কেনার যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করেছেন তাপসী। নতুন বাসস্থানের দাম ৪.৩৩ কোটি টাকা। এ ছাড়া স্ট্যাম্প ডিউটির জন্য তাপসী ও শগুন ২১.৬৫ লক্ষ টাকা দিয়েছেন। এই আবাসনে নাকি আরও কয়েক জন বলি তারকা ও শিল্পপতিদের বাস।

বিয়ের আগেও মুম্বই শহরে বোনের সঙ্গেই একটি ফ্ল্যাটে থাকতেন তাপসী। বিয়ের পরে কেন ফের আরও একটি ফ্ল্যাট কিনলেন দুই বোন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহলী অভিনেত্রীর অনুরাগীরা।

নিজের বিয়েতেই বা কেন রেখেছিলেন গোপনীয়তা? তাপসী বলেছিলেন, “একজন খ্যাতনামী বিয়ে করলে যে ভাবে মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন, আমি চাইনি, আমার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত থাকা মানুষের এই অভিজ্ঞতা হোক। আমার সঙ্গী বা আত্মীয়দের বিষয় নয়, এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। মানুষ জানতে পারলে কী ভাবে নেবেন, সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। তাই নিজের মধ্যেই সীমিত রেখেছিলাম।” তাপসী আরও বলেছিলেন, “আমি কোনও ভাবেই বিয়ের বিষয়টা প্রকাশ্যে আনতে চাইনি। তা হলে নিজের বিয়ে উপভোগ না করে লোকে কী বলছে, সেই বিষয়ে চিন্তা করতে হত।”

Advertisement
আরও পড়ুন