Tamannaah Bhatia

মহিলাদের মতামত থাকলেই পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন! হঠাৎ কেন এমন মন্তব্য তমন্নার?

সম্প্রতি ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তমন্না। এই সিরি়জ়ের কেন্দ্রে মহিলারা রয়েছেন। এর আগে মহিলাকেন্দ্রিক ছবি ‘ওডেলা’তে অভিনয় করেছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭
কেন পুরুষদের নিয়ে ক্ষুব্ধ তমন্না?

কেন পুরুষদের নিয়ে ক্ষুব্ধ তমন্না? ছবি: সংগৃহীত।

মতামত রাখা যাবে না। কাঠের পুতুলের মতো সবটা মেনে নিতে হবে। পুরুষশাাসিত সমাজে মহিলাদের থেকে এমনই প্রত্যাশা রাখা হয়। উচ্চাকাঙ্ক্ষী ও স্পষ্ট মতামত রাখতে পারেন, এমন মহিলাদের দেখলে নিরাপত্তাহীনতায় ভোগেন পুরুষেরা, দাবি অভিনেত্রীর।

Advertisement

সম্প্রতি ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তমন্না। এই সিরি়জ়ের কেন্দ্রে মহিলারা রয়েছেন। এর আগে মহিলাকেন্দ্রিক ছবি ‘ওডেলা’তে অভিনয় করেছেন তাঁরা। কিন্তু যথেষ্ট পরিমাণে মহিলাকেন্দ্রিক ছবি কি হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তমন্না এক সাক্ষাৎকারে বলেন, “আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগত ভাবে নিই না। ছবি তৈরি করতে অনেক খরচ হয়। অনেক হিসেব করে পুরোটা করতে হয়। নানা রকমের ঝুঁকি থাকে।” তাই যেটুকু মহিলাকেন্দ্রিক ছবি হচ্ছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে চান অভিনেত্রী। কম হচ্ছে না কি বেশি হচ্ছে, তা নিয়ে ভাবতে আগ্রহী নন তমন্না।

তমন্না আরও বলেন, “আমাদের কাজটা দৃশ্যমাধ্যমে। এই জগতের মানুষ আপনাকে দেখতে চাইবে, কিন্তু আপনার কথা শুনবে না। আপনার মতামত জানার কোনও আগ্রহ নেই। আপনার মতামতকে এরা গুরুত্বই দেয় না। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের পুরুষেরা ভয় পায়। এই পুরুষেরা আসলে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগে। এটা অবশ্য বেশিরভাগ পুরুষেরই সমস্যা।”

এই সব পার করেও টিকে থাকার লড়াইয়ে শামিল থাকতে চান তমন্না। অভিনেত্রী মনে করেন, আগেও কিছু ছবিতে শক্তিশালী চরিত্রদের দেখা যেত। দিন দিন আরও এই ধরনের ছবি বাড়ছে। তাই তমন্না আশা রাখেন, ভবিষ্যতে আরও এই ধরনের ছবি দেখা যাবে।

Advertisement
আরও পড়ুন