Urvashi Rautela

‘এই বিষয়ে শাহরুখের পরে আমিই সেরা’, নিজেকে কেন এক নম্বর তারকা বলেলেন উর্বশী?

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ। তাঁর ছবির প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। উর্বশীর দাবি, এই বিষয়ে শাহরুখের পরেই তাঁর নাম উঠে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৯:৫০
Actress Urvashi Rautela again trolled for comparing herself with Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে নিজের তুলনা উর্বশীর। ছবি: সংগৃহীত।

তিনি মন্তব্য করলেই বিতর্ক। কয়েক মাস আগে সইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এ বার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে উর্বশী রৌতেলা। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ। তাঁর ছবির প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। উর্বশীর দাবি, এই বিষয়ে শাহরুখের পরেই তাঁর নাম উঠে আসে।

Advertisement

“উর্বশী নিজের মধ্যেই নিমজ্জিত থাকেন। এই মন্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া কী?” উর্বশীর উদ্দেশে প্রশ্ন রাখেন এক অনুষ্ঠানের সঞ্চালক। উত্তরে ‘দাবিড়ি দিবিড়ি’ খ্যাত নায়িকা বলেন, “মানুষ এই সব বলছে হয়তো। তবে তারা এটাও বলছে, শাহরুখ খানের পরে উর্বশী রৌতেলাই সেরা প্রচারক।” উর্বশীর এই মন্তব্য ঘিরেই রে-রে পড়ে গিয়েছে নেটপাড়ায়।

এক নিন্দক এই মন্তব্য শুনে সমাজমাধ্যমে লিখেছেন, “খুবই অদ্ভুত ও। কিন্তু এর কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।” আর একজন খোঁচা দিয়ে লিখেছেন, “উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনও বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নম্বরে রাখলেন। না হলে তো নিজেকেই শীর্ষে রাখেন।”

এই সাক্ষাৎকারেও একই ধারা বজায় রেখে ‘ডাকু মহারাজ’ ছবি নিয়ে কথা বলেছেন উর্বশী। নিজের ছবির ভূয়সী প্রশংসা করতে গিয়ে উর্বশী বলেন, “ব্যবসার নিরিখে ২০২৫-এর অন্যতম ছবি হল ডাকু মহারাজ। এই ছবির জন্যই আইএমডিবি-তে আমি এক নম্বর তারকা।” তিনি এই মন্তব্যের জন্য নেটপাড়ায় হাসির খোরাক হন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের উপর প্রভাব পড়ে।”

Advertisement
আরও পড়ুন