Pahalgam terror Attack

‘বয়কট বাণী কপূর’! পহেলগাঁওয়ের পর নীরব কেন? রোষের মুখে পাক অভিনেতা ফওয়াদ খানের নায়িকা

পহেলগাঁও ঘটনার পরে নীরব কেন বাণী? পাক নায়কের সঙ্গে অভিনয় করছেন বলেই কি এই নীরবতা? বিরক্ত বলিউডের দর্শক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২০:১৬
বাণী কপূর-ফওয়াদ খান ‘আবির গুলাল’ ছবিতে।

বাণী কপূর-ফওয়াদ খান ‘আবির গুলাল’ ছবিতে। ছবি: সংগৃহীত।

‘আবির গুলাল’ ছবি দিয়ে বলিউডে আবারও অভিনয় করলেন পাক অভিনেতা ফওয়াদ খান। এই নিয়ে চাপা অসন্তোষ ভারতীয় রাজনৈতিক মহল, বলিউড-সহ কিছু দেশবাসীর মনে ছিলই। সেই অসন্তোষে ঘি ঢেলেছে পহেলগাঁওয়ের ঘটনা। আর ছবির নায়িকা বাণী কপূরের নীরবতা। নিজের দেশে এত বড় ঘটনা ঘটে গেল, তবু তাঁর মুখে কোনও কথা নেই! বাণী ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচার নিয়ে। পাশে পাক অভিনেতা ফওয়াদ। দেখতে দেখতে সমাজমাধ্যমে বাণী কপূরকে ‘বয়কট’-এর ডাক অনুরাগীদের।

Advertisement

কাশ্মীরে রক্তক্ষয়ী সন্ত্রাসবাদী হামলা নিয়ে সারা দেশ মুখর। সমাজমাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ক্ষোভ জানিয়েছেন বলিউডের তাবড় তারকা। শাহরুখ খান, সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়া থেকে সকলেই। হত্যাদৃশ্য দেখে কান্না আটকাতে পারেননি অনেকেই। অনুরাগীদের দাবি, কেবল কোনও হেলদোল নেই বাণীর! তিনি এত বড় কাণ্ডের পরেও নিজের ছবির প্রচার করেই যাচ্ছেন। এমন দিনেও তাঁর পাশে পাকিস্তানি অভিনেতা। যদিও পড়শি দেশ এই হত্যাকাণ্ডের দায় নেয়নি।

ছবিটি ঘোষণার পর থেকেই ‘আবির গুলাল’ ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে তীব্র বিরোধিতার সম্মুখীন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অমেয় খোপকার রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি যাতে না দেখানো হয়, তার জন্য হল মালিকদের আগাম সতর্ক করেছেন। মুম্বই কিছুতেই ফওয়াদ খানের প্রত্যাবর্তন সহ্য করতে পারছে না। এই কারণেই ছবির যাবতীয় প্রচার দুবাইয়ে সারছেন প্রযোজক। ৯ মে ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। তখনও কি গোটা দেশ ছবিটি থেকে মুখ ফিরিয়ে থাকবে? প্রযোজক-পরিচালক সব কিছুই সময়ের উপরে ছেড়ে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন