Udit Narayan

চুমু খেতে সম্মতির প্রয়োজন! বাবা উদিত অনুরাগিনীর ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোয় আর কী বললেন আদিত্য?

মাস কয়েক আগে উদিতের চুমুর ঘটনায় হুলস্থুল পড়ে যায় বলিপাড়ায়। গায়কের এমন কাণ্ডে মুখ খুললেন পুত্র আদিত্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২১:০২
Aditya Narayan Reacts on Udit Narayan Kissing Controversy

বাবা উদিতের চুমুকাণ্ড নিয়ে এ বার মুখ খুললেন পুত্র আদিত্য। ছবি: সংগৃহীত।

মাসতিনেক আগের কথা। তরুণী এক অনুরাগী ছবি তুলতে এসেছিলেন। কিন্তু তাঁর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খান বলিপাড়ার জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। এ বার বাবার এমন কাণ্ড নিয়ে মুখ খুললেন পুত্র আদিত্য নারায়ণ।

Advertisement

দীর্ঘ ৪৬ বছরের কেরিয়ার হিন্দি সিনেমায়। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। স্বভাবের দিকে বরাবরই রসিক। তার প্রমাণ বিভিন্ন সময় রিয়্যালিটি শো থেকে কমেডি শোয়ের মঞ্চে রসিকতার পরিচয় উদিত দিয়েছেন। যদিও তাঁর চুমুর ঘটনায় হুলস্থুল কাণ্ড পড়ে যায় বলিপাড়ায়। গায়কের এমন কাণ্ডে অন্য কোনও গায়ক তাঁর পাশে দাঁড়াননি। যদিও গায়ক নিজে বলেন, ‘‘আসলে আমাদের পরিবারের কোনও ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই, আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।’’ সেই সময় উদিতের হয়ে কোনও ধরনের সাফাই দেননি পুত্র আদিত্য। বিতর্ক খানিক স্তিমিত হতেই আদিত্য বাবার এমন কাণ্ড নিয়ে বলেন, ‘‘এখন বাবা জেনেছে, সম্মতি বলে একটা জিনিস হয়। যদিও তাঁর কোনও খারাপ অভিপ্রায় ছিল না। এ ছাড়াও আমার বাবা এমন একটা প্রজন্ম থেকে আসেন, তাঁরা অনুরাগীদের ভালবাসা ফেরাতে পারেন না। সে দিন যেটা ঘটেছে উদিত নারায়ণের তুলনায় কম বয়সি কেউ সেই জায়গায় থাকলে এতটা বিতর্ক হত না। আসলে কার সঙ্গে কী ঘটছে সেটা খুব গুরুত্বপূর্ণ।’’ পাশাপাশি আদিত্য এও জানান, আসলে সমাজমাধ্যমে যা দেখা যায় তা সবটা সত্যি নয়।

Advertisement
আরও পড়ুন