Adrija Roy

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এ বার বিয়ে করতে চলেছেন অদ্রিজা, পাত্র কে? রইল ছবি

পর্দায় একাধিক বার বিয়ে করেছেন, এ বার বাস্তব জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতীয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩
সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অদ্রিজা রায়।

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অদ্রিজা রায়। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই একের পর এক তারকার বিয়ের খবর। সরস্বতীপুজোর দিনে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এ বার বিয়ে করতে চলছেন অভিনেত্রী অদ্রিজা রায়। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অদ্রিজা এখন পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা। ‘অনুপমা’-এর মতো ধারাবাহিকে কাজ করছেন তিনি। পর্দায় একাধিক বার বিয়ে করেছেন, এ বার বাস্তব জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতীয়।

Advertisement

খবর, আগামী ২৫ জানুয়ারি বাগ্‌দান সারছেন অদ্রিজা। পাত্র বিগ্নেশ আইয়ার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হবে বাগ্‌দানের অনুষ্ঠানে। গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে বিগ্নেশের সঙ্গে আলাপ হয় অদ্রিজার। সেখান থেকে শুরু হয় কথাবার্তা। সেখান থেকে ইনস্টাগ্রামে আলাপচারিতা শুরু। তার পরে জুন মাসে প্রথম তাঁরা ‘ডেট’-এ যান। সেখানে গিয়েই নাকি অদ্রিজা বোঝেন, বিগ্নেশই তাঁর মনের মানুষ। তবে অদ্রিজার মতো অভিনয়জগতের মানুষ নন তিনি। অভিনেত্রী জানান, তিনি সবসময় চেয়েছিলেন অভিনয় দুনিয়ার বাইরের কোনও মানুষকে বিয়ে করতে।

বিগ্নেশের সঙ্গে অদ্রিজা।

বিগ্নেশের সঙ্গে অদ্রিজা। ছবি: ইনস্টাগ্রাম।

তবে সামাজিক বিয়ে এই বছরে করছেন না অদ্রিজা। বাগ্‌দান সেরে রাখলেও বছর দুয়েক বাদে বিয়ে করবেন তাঁরা। বাঙালি ও দক্ষিণী দুই বাড়ির রীতি মেনেই বিয়ে হবে তাঁদের।

Advertisement
আরও পড়ুন