Tollywood News

‘পার্ট-টাইম কাজ করে হলেও অডিশন দেব ভেবেছিলাম’! অদ্রিজা, দেবচন্দ্রিমার পরে এ বার হিন্দি ধারাবাহিকে রোশনি

প্রথমে নাটকের কর্মশালা, তার পরে বেশ কিছু অডিশন। প্রথম বার হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি হিন্দিতে তৈরি হচ্ছে। সেখানেই দেখা যাবে রোশনিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:১৩
অদ্রিজা, দেবচন্দ্রিমার পরে এ বার ছোটপর্দায় রোশনি।

অদ্রিজা, দেবচন্দ্রিমার পরে এ বার ছোটপর্দায় রোশনি। ছবি: সংগৃহীত।

অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহরায়ের পরে এ বার রোশনি ভট্টাচার্য। বেশ কিছু দিন হল মুম্বইয়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। প্রথমে নাটকের কর্মশালা, তার পরে বেশ কিছু অডিশন। প্রথম বার হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন রোশনি। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি হিন্দিতে তৈরি হচ্ছে। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনত্রীকে।

Advertisement

রোশনি বললেন, “ডিসেম্বর থেকে মু্ম্বইয়ে আছি আমি। বিভিন্ন কর্মশালায় যোগ দিচ্ছি। নায়িকার চরিত্র থেকে খলনায়িকার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্তও অনেক ভেবেচিন্তে নিয়েছিলাম। বাংলা ছোটপর্দা আমার খুবই কাছের। এ বার নিজের গণ্ডিটা বাড়াতে চাই। তাই মুম্বইয়ে এসে ভেবেই ছিলাম যদি পার্ট-টাইম কাজ করতে হয়, করব। কিন্তু এসেছি যখন একটা কাজ করতেই হবে। না করে ফিরব না। সেই সুযোগ যে এত তাড়াতাড়ি এসে যাবে সেটা তা ভাবিনি।”

‘হৃদয়হরণ বিএ পাশ’ ধারাবাহিকের মাধ্যমে নায়িকা হিসাবে ছোটপর্দায় হাতেখড়ি হয় তাঁর। তার পরে একগুচ্ছ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসা চক্রবর্তীকে তাই বার বার ধন্যবাদ দিয়েছেন রোশনি। পরশুরাম ধারাবাহিকটি বাংলায় খুবই জনপ্রিয়। এই কাহিনিতে নায়ক হলেন ইন্দ্রনিজৎ বসু এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। হিন্দি কাহিনিও দর্শকের থেকে একই পরিমাণ ভালবাসা পায় কি না দেখার।

Advertisement
আরও পড়ুন