Mainul Ahsan Noble

মাদকাসক্তির কারণেই ভেঙেছিল নোবেলের সংসার, এ বার যৌন হেনস্থার অভিযোগে পাশে দাঁড়ালেন প্রাক্তন স্ত্রী সালসাবিল

রিয়্যালিটি শো-এর মাধ্যমেই জনপ্রিয় মুখ হয়ে ওঠেন বাংলাদেশি গায়ক নোবেল। তার পর থেকে বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। যে কারণে সংসারও ভেঙেছিল নোবেলের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৩:৫০
After all the controversies Bangladeshi singer Maniul Ahsan Noble’s ex wife Salsable Mahmud supports singer

(বাঁ দিকে) বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ব্যবহার, মাদকাসক্তি, চরিত্র— সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। এ বার গায়কের বিরুদ্ধে অপহরণ, যৌন হেনস্থার অভিযোগ। ও পার বাংলারই এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গত সাত মাস ধরে আটকে রেখেছিলেন তিনি, এমনটাই দাবি। গত কয়েক বছরে নোবেলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। সেই তালিকায় ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিলও। তবে এই ঘটনার পর অনেকে নোবেলের বিরুদ্ধে কথা বললেও পাশে আছেন সালসাবিল। তাঁর সমাজমাধ্যমের পোস্ট খানিকটা সেই ইঙ্গিতই দেয়।

Advertisement

গায়কের প্রাক্তন স্ত্রী লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়েছে—এর মধ্যে কিছু সত্য, আবার অনেকটাই ভ্রান্ত ও উদ্দেশ্যমূলক। আমি স্পষ্ট করে বলতে চাই, ছড়ানো সব কথাই আমার বলা নয়। আর কেউ যদি মনে করে, এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ করা সম্ভব— তা হলে সেটি বাস্তবতা বিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা।”

এই লেখা পড়েই অনেকেরই মন্তব্য, তা হলে কি সালসাবিল এবং নোবেলের মাঝের দূরত্ব ঘুচছে! না সে কথা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে প্রথমে অনেকেই ভেবেছিলেন নোবেলের বিরুদ্ধে বুঝি মামলা দায়ের করেছেন সালসাবিল। সে কথাও নিজের সমাজমাধ্যমের পাতায় স্পষ্ট করেন তিনি। সালসাবিল তাঁর সমাজমাধ্যমের পাতায় লেখেন, “আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি। এবং আমি কারও বিরুদ্ধেই কোনও প্রকারের মামলা দায়ের করিনি।” এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে নোবেলকে।

Advertisement
আরও পড়ুন