Pet

‘অপরাধ’ বিড়াল প্রীতি, ভাড়াটিয়ার মারে প্রাণ গেল বাড়ির মালিকের

মালিকের বিড়াল প্রীতি থাকলেও তা পছন্দ ছিল না ভাড়াটিয়ার। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০০:৪৯

—প্রতীকী চিত্র।

বিড়ালকে ভালবাসেন। এই ছিল ‘অপরাধ’। তার জেরেই প্রাণ হারাতে হল বাড়ির মালিককে। অভিযুক্ত ওই বাড়ির ভাড়াটিয়া। বর্ধমানের কালনার ওই ঘটনায় রবিবার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

Advertisement

পীর পুকুরের বিজয় পল্লি এলাকায় (৮ নম্বর ওয়ার্ড) সন্দীপ দত্তের বাড়ি। সেখানেই ভাড়া ছিলেন সোমনাথ রায়। মালিকের বিড়াল প্রীতি থাকলেও তা পছন্দ ছিল না ভাড়াটিয়ার। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত। বাড়ির মালিকের ভাই সুরজিৎ জানান, বছর দুয়েক আগে সোমনাথ রায় তাঁর দাদার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে আসেন। দাদা নীচের তলায় থাকতেন। ভাড়টিয়া উপরের তলায়। দাদা বিড়ালকে খাবার দিতেন বলে তা নিয়ে সোমনাথের সঙ্গে তাঁর অশান্তি হত। ভাইয়ের অভিযোগ, শনিবার রাত ৯টা নাগাদ পোষ্যদের খাবার দেওয়া নিয়ে ফের বচসা হয়। তখনই সন্দীপকে ধাক্কা মারেন সোমনাথ। এর পরে নিয়ন্ত্রণ হারিয়ে সন্দীপ সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। উদ্ধারের পর বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সন্দীপ দত্ত।

সন্দীপ দত্ত।

পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করা হয়।

স্থানীয় থাানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সোমনাথের বাড়ি কালনাতে হলেও ফ্ল্যাটের জন্য তাঁর বাড়ি ভাঙা হচ্ছে। সেই কারণেই তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

Advertisement
আরও পড়ুন