SIR in West Bengal

খসড়া ভোটার তালিকায় ৭০ বছরের জীবিত হলেন ‘মৃত’, তাঁর ৮৮ বছরের দিদি ‘নিখোঁজ’! আসানসোলে অসন্তোষ

মণ্ডল পরিবার জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য এক সঙ্গেই প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। খসড়া তালিকা প্রকাশ হতেই বিপত্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩
(বাঁ দিকে) ভীমচন্দ্র মণ্ডল। সারথী মণ্ডল (ডান দিকে)।

(বাঁ দিকে) ভীমচন্দ্র মণ্ডল। সারথী মণ্ডল (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

দু’জনেই জীবিত। অথচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর পরে খসড়া তালিকায় তাঁদের এক জন হয়ে গেলেন ‘মৃত’। এক জন ‘নিখোঁজ’। আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে এই নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি।

Advertisement

সালানপুর গ্রামের মাঝি পাড়ায় থাকেন ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডল এবং তাঁর ৮৮ বছরের দিদি সারথী মণ্ডল। কিন্তু খসড়া ভোটার তালিকায় তাঁদের নাম খুঁজতে গিয়ে পরিবারের সদস্যেরা বিস্মিত হন। সেই খসড়া ভোটার তালিকায় ভীমচন্দ্র মণ্ডলের নামের পাশে লেখা রয়েছে ‘মৃত’। তাঁর দিদি সারথীর নামের পাশে লেখা ‘নিখোঁজ’। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

মণ্ডল পরিবার জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবারের সকল সদস্য এক সঙ্গেই প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নিজেদের এলাকার ১৪৪ নম্বর বুথের বিএলও-র কাছে জমা দিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যদের নাম খসড়া তালিকায় থাকলেও, দুই প্রবীণ সদস্যের তথ্য ভুল ভাবে নথিভুক্ত হয়েছে বলে অভিযোগ।

ওই বুথের আর এক বাসিন্দা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশেও খসড়া ভোটার তালিকায় লেখা রয়েছে ‘নিখোঁজ’ । আসানসোলে খসড়া ভোটার তালিকায় ‘ভুল’ নিয়ে অভিযোগ করেছেন আরও কয়েক জন।

Advertisement
আরও পড়ুন