Accident

হাওড়ায় জোড়া দুর্ঘটনায় মৃত তিন! পথচারীকে ধাক্কা দিয়ে বাঁচলেন না বাইক আরোহীও, সাইকেল চালককে পিষল লরি

ডোমজুড় থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা রাস্তা পেরোচ্ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১২:১২

— প্রতীকী চিত্র।

হাওড়ায় জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের। জগৎবল্লভপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। অন্য দিকে, নিবড়ায় বাইকের ধাক্কায় মৃত্যু হয় পথচারীর। ওই ঘটনায় প্রাণ গিয়েছে বাইকের চালকেরও।

Advertisement

শনিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরে বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের কাছে লরির ধাক্কায় প্রাণ যায় এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি দ্রুত গতিতে বড়গাছিয়া থেকে জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বড়গাছিয়া ক্রসিংয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ আনোয়ার আলি। তিনি মুন্সিরহাট কৃষ্ণ নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছোয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও চালক পলাতক।

ডোমজুড় থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা রাস্তা পেরোচ্ছিলেন। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে মহিলাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে আরোহী নিজেও ছিটকে পড়ে যান রাস্তায়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement
আরও পড়ুন