AICWA bans Turkey

পাকিস্তানের ‘সমর্থক’ তুরস্কে কোনও ছবির শুটিং নয়! কাজ করলে কোন কড়া পদক্ষেপ করা হবে?

অভিনেতা, শিল্পী, পরিচালক, কলাকুশলীদের তৈরি এই সংগঠনের সিদ্ধান্ত, ভারতের কোনও ছবির শুটিং আর এই দেশে করা হবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৩:১৬
AICWA has decided to ban Turkey as they are supporting Pakistan

তুরস্কে নয় আর কোনও ছবির শুটিং। ছবি: সংগৃহীত।

ভারত ও পাকিস্তান সংঘাত আবহে সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে তুরস্ক। এই পরিস্থিতিতে তাই তুরস্কে যাওয়া থেকে বিরত থাকছেন ভারতীয়েরা। তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন তাঁরা। বাতিল হচ্ছে বুকিং। এমনকি বিনোদনের ক্ষেত্রেও এই দেশকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ) সম্পূর্ণ ভাবে তুরস্ককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

অভিনেতা, শিল্পী, পরিচালক, কলাকুশলীদের তৈরি এই সংগঠনের সিদ্ধান্ত, ভারতের কোনও ছবির শুটিং আর এই দেশে করা হবে না। শুধু ছবি নয়, কোনও রকম শুটিং বা বিনোদন সংক্রান্ত কোনও কাজই তুরস্কে আর করা হবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করার জন্য এবং ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইসিডব্লিউএ।

এআইসিডব্লিউএ-র আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের প্রযোজক, প্রযোজনা সংস্থা, শিল্পী ও কলাকুশলীদেরও এই দেশে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে যে চুক্তিগুলি হয়ে রয়েছে সেগুলি নতুন করে পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। প্রয়োজনে সেগুলি বাতিল করা হবে। কোনও ভারতীয় পরিচালক বা অভিনেতা তুরস্কের সঙ্গে কাজ করছেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হবে। যাঁরা কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

গত ৮ মে, তুরস্ক ও আজ়ারবাইজান এই দুই দেশ ঘোষণা করে, তারা এই পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এরও সমালোচনা করে তারা।

Advertisement
আরও পড়ুন