Prabhat Roy

গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়! অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন তিনি?

কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক প্রভাত রায়। ডায়ালিসিস করিয়ে আসার পর ফের অসুস্থ হয়ে পড়েন পরিচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১১:৩৪
গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়।

গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়। ছবি: সংগৃহীত।

গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস চলছিল তাঁর। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করানো হয়। এই সময়, এক মুহূর্ত বাবাকে চোখের আড়াল করছেন না মেয়ে একতা ভট্টাচার্য।

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। আগের চেয়ে কিছুটা ভাল আছেন। কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি, চিকিৎসকের তরফে এমনটাই জানানো হয়েছে।

পরিচালকের শারীরিক অবস্থা প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে একতা বলেন, “দু’দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিয়ো কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।’’

তৎক্ষণাৎ প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন একতা। রক্তচাপও কিছুটা বেড়েছিল বলে জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ। অস্ত্রোপচারও হয়েছে। সংক্রমণ কমানোই এখন মূল লক্ষ্য তাঁদের।

Advertisement
আরও পড়ুন