Aishwarya Rai Bachchan

হাতে ছবি নেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন ঐশ্বর্যা! জবাব দিলেন বচ্চনবধূ

বহু বছর ধরে বড়পর্দায় নেই তিনি। যদিও আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি বজায় রেখেছেন। কিন্তু এমন প্রচারবিমুখ জীবনে নিরাপত্তাহীনতায় ভোগেন না তিনি? মুখ খুললেন ঐশ্বর্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪
Aishwarya Rai talks about Insecurities On not Singing films

কী কারণে নিজেকে আড়ালে রেখেছেন ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।

বহু বছর হল বড়পর্দায় কাজ কমিয়েছেন। তবু ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে উৎসাহের অন্ত নেই দর্শকের। গত কয়েক বছর ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া হয়েছে। তিনি নিজের উপস্থিতি বজায় রেখেছেন একমাত্র আন্তর্জাতিক পরিসরে। এমন প্রচারবিমুখ জীবনে নিরাপত্তাহীনতায় ভোগেন না তিনি? মুখ খুললেন ঐশ্বর্যা।

Advertisement

সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে প্রবেশ। মাত্র কয়েক বছরের মধ্যে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন ঐশ্বর্যা। যদিও একটা সময়ে স্বেচ্ছায় এই কর্মব্যস্ত জীবন থেকে মুখ ফিরিয়ে নেন। তা নিয়ে কোনও রকমের কোনও নিরাপত্তাহীনতা নেই তাঁর। বরং ঐশ্বর্যা বলেন, ‘‘আমার মধ্যে কোনও দিনই কোনও নিরাপত্তাহীনতা ছিল না। আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও স্বামীকে সময় দিচ্ছিলাম। তাই এ ধরনের জিনিস মাথায় আসে না। আর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা।’’

ঐশ্বর্যা জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন না। সেই কারণেই ‘দেবদাস’-এর বিপুল সাফল্যের পরে যখন গোটা হিন্দি ইন্ডাস্ট্রি মুখিয়ে ছিল তাঁর দিকে, অসংখ্য নামী পরিচালকের চিত্রনাট্য ছেড়ে তিনি ‘চোখের বালি’র মতো ছবিতে নিজের চরিত্র বেছে নেন। ঐশ্বর্যা জানান, ‘‘সবাই তাকিয়ে ছিল সেই সময়ে আমার দিকে। সবাই আগ্রহী ‘দেবদাস’-এর পর কোন ছবি বেছে নিই দেখার জন্য। কিন্তু, আমার মনে হয়েছিল ‘চোখের বালি’র মতো গল্প বলা দরকার। এত সুন্দর একটা গল্প।’’ অভিনেত্রী সাফ জানান, তিনি সারাজীবন নিজের শর্তে বেঁচে এসেছেন, ভবিষ্যতেও সেটাই করবেন।

Advertisement
আরও পড়ুন