Akshay Kumar

‘প্রধানমন্ত্রীই বলেছেন, রাস্তা পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়’, হঠাৎ পথে নামলেন অক্ষয় কুমার

পরনে নীল শার্ট, কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এই ভাবেই রবিবার সকালে দেখা গেল অক্ষয়কে। অভিনেতার সঙ্গে এই দিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১
মোদীর কথা মেনে রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিলেন অক্ষয়?

মোদীর কথা মেনে রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিলেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

গণেশচতুর্থীতে মেতেছিল গোটা মুম্বই শহর। গণেশ বিসর্জনের পরে মন ভার শহরবাসীর। আরব সাগরের তীরে এখনও রয়ে গিয়েছে বিসর্জনের ছাপ। সেই অপরিচ্ছন্নতা দূর করতে পথে নেমেছিলেন অক্ষয় কুমার। নিজে হাতে পরিষ্কার করলেন জুহু সৈকত।

Advertisement

পরনে নীল শার্ট, কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এই ভাবেই রবিবার সকালে দেখা যায় অক্ষয়কে। অভিনেতার সঙ্গে এই দিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে। বিএমসি কমিশনার ভূষণ গগরানিও ছিলেন তাঁদের সঙ্গে। তিন জনকেই জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায় এই দিন।

বিসর্জনের পরে গণেশমূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সমুদ্রসৈকতে। সেগুলি তুলে পরিষ্কার করেন অভিনেতা। সংবাদমাধ্যমের কাছে অক্ষয় বলেন, “জ্ঞান আমাদের শেখায়, পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। আমাদের প্রধানমন্ত্রীও এই কথা বার বার বলেছেন। পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু শুধু সরকারের দায়িত্ব নয়। শুধু বিএমসি-রও দায়িত্ব নয়। সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে।”

অমৃতাও প্রায় একই সুরে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বোধহয় প্রথম, যিনি স্বচ্ছ ভারত অভিযানের মতো প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়েছেন। পরিষ্কার থাকা কতটা জরুরি, তিনি বুঝিয়েছেন। দেখুন, আজ কত মানুষ পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। আমরা মানুষকে সচেতন করতে চাই।” অক্ষয়দের দেখে ভিড় করেন মুম্বই শহরের সাধারণ মানুষও। তাঁরাও সমুদ্রসৈকত পরিষ্কার করার কাজে হাত লাগান।

উল্লেখ্য, অক্ষয়কে খুব শীঘ্রই দেখা যাবে ‘ভূত বাংলা’ নামে একটি ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করছেন ওয়ামিকা গব্বী।

Advertisement
আরও পড়ুন