Akshay Kumar on Twinkle Khanna Reaction

অক্ষয়কে ‘প্রাণে মেরে ফেলবে’ স্ত্রী টুইঙ্কল! কোন এমন অভ্যাসের কথা ফাঁস করলেন অভিনেতা?

২০০১ সালে বিয়ে সারেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না। সম্প্রতি, এক অনুষ্ঠানে এসে অভিনেতার কোন অভ্যাসের কথা ফাঁস হল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮
অক্ষয়ের কোন অভ্যাসের কথা ফাঁস? ছবি: সংগৃহীত।

অক্ষয়ের কোন অভ্যাসের কথা ফাঁস? ছবি: সংগৃহীত।

কঠোর পরিশ্রমী হিসাবে খ্যাতি রয়েছে অক্ষয় কুমারের। একসঙ্গে একাধিক ছবির কাজ নিখুঁত হাতে সামলাতে পারেন তিনি। দাপটের সঙ্গে সহকর্মীদের থেকেও তাঁদের সেরাটা বের করে আনার চেষ্টা করেন। কিন্তু, অনেক পুরুষের মতোই তিনিও নাকি স্ত্রীর কাছে পরাস্ত? সম্প্রতি, এক অনুষ্ঠানে এসে বলেই ফেললেন এমন এক কাজের কথা, যা করলে টুইঙ্কল খন্না তাঁর প্রাণ নিয়ে নিতে পারেন!

Advertisement

ওই অনুষ্ঠানের একটি অংশ ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, “যখন আমি সপ্তম শ্রেণিতে ফেল করি…!” এই শুনে ফিসফাস দর্শকাসনে। নির্লিপ্ত মুখে অক্ষয়ের প্রশ্ন, এতে অবাক হওয়ার কী আছে? এখানেই শেষ নয়। এর পর সঞ্চালক মজার ছলে তাঁকে একটি প্রশ্ন করেন। শোনা যায়, সেটে অভিনেতার সঙ্গে করমর্দন করার পর নাকি আংটি বা ঘড়ি দেখে নিতে হয়। সে সব উধাও হয়ে যেতে পারে, এমন কথা শোনা যায় বলে খোঁচা সঞ্চালকের।

প্রশ্ন শুনে অক্ষয়ের উত্তর, সঞ্চালকের সঙ্গেও এমন করতেই পারেন তিনি। যে কোনও মানুষের সঙ্গে করমর্দন করে তাঁর ঘড়ি নাকি নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারেন অভিনেতা। এতেই সঞ্চালকের প্রশ্ন, স্ত্রী টুইঙ্কল খন্নার সঙ্গেও এমন করতে পারবেন তিনি? খানিক থেমে অভিনেতার উত্তর, “ওটা করার চেষ্টা করলে ও (টুইঙ্কল) আমাকে প্রাণে মেরে ফেলবে।” টুইঙ্কল ও অক্ষয়ের বিয়ে হয় ২০০১ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে— আরভ ও নিতারা।

Advertisement
আরও পড়ুন