Akshaye Khanna

‘দৃশ্যম ৩’ বিতর্কের মাঝে অক্ষয়ের নতুন সাফল্য! ছাপিয়ে গেলেন অল্লু অর্জুন, প্রভাসদেরও?

এত দিন ধরে ২ হাজার কোটির ক্লাবে শুধুমাত্র বিচরণ ছিল খানেদের। সেই প্রতিযোগিতায় শামিল অক্ষয় খন্না। ২০২৫-এর প্রথমে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৪
নতুন বছরে কোন সাফল্য পেলেন অক্ষয় খন্না?

নতুন বছরে কোন সাফল্য পেলেন অক্ষয় খন্না? ছবি: সংগৃহীত।

অভিনয়জীবনের একপ্রকার নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা অক্ষয় খন্না। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা। ২০২৫ থেকে যেন এক অন্য সময় শুরু হয়েছে তাঁর। এ বার শাহরুখ খানের সঙ্গে জোরদার টক্কর শুরু অভিনেতার। বক্সঅফিস প্রতিযোগিতায় প্রভাস, অল্লু অর্জুনকেও ছাপিয়ে গেলেন অক্ষয়।

Advertisement

এত দিন ধরে ২ হাজার কোটির ক্লাবে শুধুমাত্র বিচরণ ছিল খানেদের। সেই প্রতিযোগিতায় শামিল অক্ষয়। ২০২৫-এর প্রথমে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাওয়া’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেখানেও তাঁর চরিত্র খুবই প্রশংসিত হয়েছিল। সেই ছবি বিশ্ব জুড়ে ব্যবসা করেছিল ৮০০ কোটি টাকা। তার পর ‘ধুরন্ধর’-এর ব্যবসা সেই ছবিকেও ছাপিয়ে গিয়েছে। এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। ইতিমধ্যেই ১১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে গোটা বিশ্বে।

‘ধুরন্ধর’ সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবিগুলোর মধ্যে এখন অন্যতম। ২০২৩ সালে এক বছরে ২০০০ কোটি টাকার লাভের গণ্ডি পার করেছিল শাহরুখের ছবি। এ বার সেই তালিকায় জুড়ল অক্ষয়ের নাম। এক বছরে তাঁর দুটি ছবির আয় সম্মিলিত ভাবে অতিক্রম করেছে ২০০০ কোটি টাকা।

তবে এই ছবির সাফল্যের পরে পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। প্রতি ছবি পিছু ২১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন অভিনেতা। যার ফলে সম্প্রতি, ‘দৃশ্যম ৩’ ছবিতে তাঁর অভিনয় করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। তখন তাঁর মাথায় পরচুলা ছিল না। কিন্তু ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে নাকি পরচুলা পরার শর্ত রেখেছেন তিনি। নির্মাতাদের বক্তব্য, আগের ছবিটিতে পরচুলা ছিল না। তাই এই ছবিতে পরচুলা পরলে ছবির গল্পের ধারাবাহিকতা বজায় রাখা যাবে না। এই বিষয়টি নিয়ে দুই পক্ষই কোনও মধ্যস্থতায় আসতে পারেনি। তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।

Advertisement
আরও পড়ুন