Akshaye Khanna

‘ধুরন্ধর’-এর রহমান ডাকাত তিনি, কেন কখনও বিবাহিত সম্পর্কে জড়াতে চান না বাস্তবের অক্ষয়?

ঐশ্বর্যা রাই থেকে করিশ্মা কপূরের সঙ্গেও নাকি একদা মনের আদানপ্রদান করেছিলেন বিনোদ-পুত্র। কিন্তু কোনও সম্পর্কই বেশি দিন টেকেনি। অক্ষয় আসলে কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হতেই চাননি। তার কারণ জানালেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২৩:১২
কেন বিয়ে করতে ভয় পান অক্ষয় খন্না?

কেন বিয়ে করতে ভয় পান অক্ষয় খন্না? ছবি: সংগৃহীত।

যৌবনে বলিপাড়ায় তিনি সফল অভিনেতাদের তালিকায় নাম লেখাতে পারেননি। তবে ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাত রূপে প্রকাশ্যে আসার পর থেকে দর্শকদের অনেকেই তাঁকে ‘লেজেন্ড’ তকমা দিয়েছেন। দীর্ঘ কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন থেকে শুরু করে বলিসুন্দরী ঐশ্বর্যা রাই, করিশ্মা কপূরের সঙ্গেও নাকি মনের আদানপ্রদান করেছিলেন বিনোদ খন্নার পুত্র। কিন্তু কোনও সম্পর্কই বেশি দিন টেকেনি। অক্ষয় আসলে কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হতেই চাননি। তার কারণ জানালেন অভিনেতা।

Advertisement

তাঁর বয়স এখন পঞ্চাশের দোড়গোড়ায়। তবু বিয়ে করতে চান না অভিনেতা। অক্ষয়ের সাফ কথা, ‘‘আমি বিয়ে করে সংসার করার মতো মানুষ নই। অনেকেই একাকীত্ব পছন্দ করেন না। কিন্তু আমি নিজের সঙ্গ ভীষণ উপভোগ করি। আর কারও চাপে পড়ে বিয়ে করাটা মনে হয় ঠিক নয়। আমি কেন বিয়ে করে বাড়তি আর একটা মানুষের দায়িত্ব নেব? নিজের দায়িত্বটুকু নিতে পারছি, তাতেই বেশ শান্তিতে আছি।’’ অক্ষয় জানান, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান। তিনি বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, আগে নাকি এমন ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের একাকীত্ব উদ্‌যাপন করতে শিখে গিয়েছেন। অক্ষয়ের দুশ্চিন্তা, বিয়ের পর যদি তাঁর জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যায়! সেই আশঙ্কায় নিজেকে ‘বিবাহিত’ দেখতে চান না অভিনেতা।

Advertisement
আরও পড়ুন