Twinkle Khanna

ঋষি কপূরের ‘অবৈধ সন্তান’ টুইঙ্কল খন্না! অভিনেত্রীর মন্তব্য শুনে হতবাক আলিয়া কী করলেন?

টুইঙ্কল জানান, একবার তাঁর জন্মদিন উপলক্ষে ঋষি কপূর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট দেখেই নেটাগরিকের ধারণা হয়েছিল, তিনি ঋষির ‘অবৈধ সন্তান’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১২:৩৭
ঋষির সন্তান টুইঙ্কল! শুনে হতবাক আলিয়া।

ঋষির সন্তান টুইঙ্কল! শুনে হতবাক আলিয়া।

ঋষি কপূরের ‘অবৈধ সন্তান’ টুইঙ্কল খন্না! একসময় অভিনেত্রীকে নাকি সকলে ঋষি-কন্যা ভাবতেন। এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের সামনে এই দাবিই করলেন টুইঙ্কল।

Advertisement

টুইঙ্কল জানান, একবার তাঁর জন্মদিন উপলক্ষে ঋষি কপূর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট দেখেই নেটাগরিকের ধারণা হয়েছিল, তিনি ঋষির ‘অবৈধ সন্তান’। টুইঙ্কল বলেছেন, “আমি আলিয়ার শ্বশুরের জন্য প্রায় কপূর পরিবারের অংশই হয়ে গিয়েছিলাম। তিনি (ঋষি) উদার মন নিয়ে লিখেছিলেন, ‘তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের গর্ভে, তখন তোমার মাকে আমি গান শুনিয়েছিলাম।’ ওঁর এই পোস্ট দেখে সকলে ভেবেছিলেন আমি ওঁর অবৈধ কন্যা। তার পরে ওঁকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। শেষ পর্যন্ত পুরো বিষয়টা খোলসা করতে হয়েছিল ওঁকে।”

টুইঙ্কলের এই মন্তব্য শুনে অস্বস্তিতে পড়ে যান আলিয়া। টুইঙ্কল আরও খোঁচা দিয়ে বলেন, “আরে আমি তোমার ননদ নই। এটা পুরো ভুল বোঝাবুঝি হয়েছিল।” সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বরুণ ধবনও। তিনি মজা করে বলেন, “আলিয়া বুঝতে পারছে না, কী প্রতিক্রিয়া দেবে।”

কিন্তু আসল ঘটনা কী? ১৯৭৩ সালে ‘ববি’ ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কপূর ও টুইঙ্কলের মা ডিম্পল কপাডিয়া। সেই সময়ে ডিম্পলের গর্ভে টুইঙ্কল। তখনই সহ-অভিনেত্রীকে গান শুনিয়েছিলেন ঋষি। মানুষ ভুল বোঝায় ঋষি তখন স্পষ্ট করে লিখেছিলেন, “আসলে কিছু মানুষের সমস্যা রয়েছে। কাকাজি (রাজেশ খন্না) ও ডিম্পলের বিয়ে হয়ে গিয়েছিল। তখনও ‘ববি’ ছবির শুটিং শেষ হয়নি। আমরা যখন একটি গানের শুটিং করি, তখন ডিম্পল তিন মাসের অন্তঃসত্ত্বা। কাকাজি আর ডিম্পলের বিয়ে হয় ১৯৭৩-এর মার্চে। ছবিটা মুক্তি পেয়েছিল সেপ্টেম্বরে। আর টুইঙ্কল জন্মায় ডিসেম্বরে।”

Advertisement
আরও পড়ুন