Anirban Bhattacharya

Anirban-Alivia: অনির্বাণদা ভগবানের মতো, ওর থেকে অনেক কিছু শিখি: অলিভিয়া

পরিচালক না অভিনেতা— কোন অনির্বাণকে বেশি নম্বর দেবেন অলিভিয়া?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৬:০৯
অনির্বাণে মুগ্ধ অলিভিয়া।

অনির্বাণে মুগ্ধ অলিভিয়া।

হাসছেন অলিভিয়া (সরকার)। হাসছেন অনির্বাণ (ভট্টাচার্য)। একই ফ্রেমে ধরা পড়েছেন দু’জন। ছবি বা সিরিজে নয়। ‘মন্দার’-এর বিশেষ প্রদর্শনীতে।

অনির্বাণের সঙ্গে ছবি দিয়েছেন অলিভিয়া। পরিচালক-অভিনেতার সংলাপ ধার করে লিখেছেন, ‘মালিককে গিয়ে বল খোকা মন্দার নিয়ে এসেছে।’ সিরিজের প্রথম তিনটি পর্ব দেখেই মুগ্ধ অলিভিয়া। গলায় উচ্ছ্বাস স্পষ্ট, “প্রথম তিনটি পর্ব দেখেই ঘুম উড়ে গিয়েছে। মনে হচ্ছে বাকিগুলো কবে দেখব! অসাধারণ একটা সিরিজ বানিয়েছে।”

Advertisement

পরিচালক না অভিনেতা— কোন অনির্বাণকে বেশি নম্বর দেবেন অলিভিয়া?

প্রশ্ন করতেই খানিকক্ষণ চুপ। ভেবে নিয়ে উত্তর, “এটা খুব কঠিন প্রশ্ন। কাউকেই বেশি নম্বর দিতে পারব না। ওর থেকে অনেক কিছু শিখি। আমি অভিনেতা অনির্বাণের সঙ্গেও কাজ করতে চাই। আবার পরিচালকের সঙ্গেও।আসলে অনির্বাণদা ভগবানের মতো। রোজ নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে।”

অলিভিয়াকে শেষ দেখা গিয়েছিল ‘এই আমি রেণু’ ছবিতে। আপাতত হাতে একগুচ্ছ সিরিজের কাজ।চলছে বাছাই পর্ব। ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে আবার কাজ শুরু করবেন অলিভিয়া। আপাতত নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন মন্টু পাইলটের ‘সরমা’।

Advertisement
আরও পড়ুন