The Ashes

রবিবারই অ্যাশেজ় অস্ট্রেলিয়ার? অ্যাডিলেডে শেষ দিন ৪ উইকেট দরকার অসিদের, ২২৮ রান চাই ইংল্যান্ডের

প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট দু’টিতেই ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ফলে এগিয়ে রয়েছে। অ্যাডিলেডে তৃতীয় টেস্টেও জিতে গেলে দু’ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ় পকেটে পুরবেন অসিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:৩২
Australian cricketer Travis Head

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ট্রেভিস হেড। —ফাইল চিত্র

অ্যাশেজ় বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে ইংল্যান্ডের কাছে। শেষ দিন অস্ট্রেলিয়ার দরকার আর ৪ উইকেট। ইংল্যান্ডের জেতার জন্য চাই আরও ২২৮ রান।

Advertisement

পার‌্থে প্রথম টেস্টে এবং ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ফলে এগিয়ে রয়েছে। দু’টি ম্যাচই তারা জিতেছে ৮ উইকেটে। অ্যাডিলেডে তৃতীয় টেস্টেও অস্ট্রেলিয়া জিতে গেলে দু’ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ় পকেটে পুরবেন অসিরা।

পার‌্থে প্রথম টেস্টে এবং ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-০ ফলে এগিয়ে রয়েছে। দু’টি ম্যাচই তারা জিতেছে ৮ উইকেটে। অ্যাডিলেডে তৃতীয় টেস্টেও অস্ট্রেলিয়া জিতে গেলে দু’ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ় পকেটে পুরবেন অসিরা।

অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৪২ রানে অপরাজিত থাকা ট্রেভিস হেড ১৭০ রান করেন। তাঁর সঙ্গে শুক্রবার অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারে। তিনি ৭২ রান করেন। শনিবার অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৪৯ রানে।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টং ৪টি এবং ব্রাইডন কার্স ৩টি উইকেট নেন। এ ছাড়া জফ্রা আর্চার, উইল জ্যাকস এবং বেন স্টোকস ১টি করে উইকেট নেন।

অ্যাশেজ় বাঁচানোর জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৫। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া কেউ ভাল খেলতে পারেননি। প্যাট কামিন্সের পেস এবং নাথন লায়নের স্পিন সামলাতে পারেননি ইংরেজ ব্যাটারেরা। দু’জনেই ৩টি করে উইকেট নেন।

ক্রলি ৮৫ রান করেন। তাঁর ১৫১ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। কামিন্স তাঁর প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট করেন বেন ডাকেটকে। মাত্র ৪ রান করেন ডাকেট। বেশিক্ষণ টেকেননি অলি পোপ (১৭)। তাঁর উইকেটটিও কামিন্সের।

তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়েন ক্রলি। কিন্তু ৩৯ রানে রুটকে আউট করেন কামিন্স। এই জুটিতে ৭৮ রান ওঠে। চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করে ইংল্যান্ড। ক্রলির সঙ্গে ভাল খেলছিলেন হ্যারি ব্রুক। লায়নের বলে বোল্ড হন ব্রুক (৩০)। এর পর স্টোকসও (৫) আউট হয়ে যান। তাঁকেও বোল্ড করেন লায়ন। নিজের পরের ওভারেই লায়ন ফেরান ক্রলিকে।

Advertisement
আরও পড়ুন