India's T20 World Cup squad

শুভমন বাদ টি২০ বিশ্বকাপের ভারতীয় দল থেকে! অফ ফর্মের সূর্যই অধিনায়ক, কোন পঞ্চদশ নিয়ে ট্রফিরক্ষায় নামবে ভারত

বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। যে দল দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে খেলেছে, তাতে একাধিক বদল করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৪:১২
picture of cricket

ভারতের টি২০ বিশ্বকাপ দল থেকে বাদ শুভমন গিল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠকে বসে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও।

Advertisement

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন আগরকরেরা। দলে জায়গাই হল না শুভমন গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। শুভমনের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিশনের দলে ঢোকা।

১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমন বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। সহ-অধিনায়ক হচ্ছেন অক্ষর পটেল।

বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন এবং হর্ষিত রানা।

Advertisement
আরও পড়ুন