Viral Video

পুলিশের গাড়ি থেকে নেমে সোজা দৌড়, পিছনে ছুটেও তরুণকে ধরতে পারলেন না পুলিশকর্মীরা, ভাইরাল ভিডিয়ো

তরুণের ছোটার গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে এক জন পুলিশকর্মী মুখ থুবড়ে পড়ে গেলেন। বাকি তিন জন তখনও তরুণকে ধরার জন্য পিছনে ছুটছিলেন। কিন্তু তরুণ তত ক্ষণে অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তরুণ। শাস্তির হাত থেকে মুক্তি পেতে চান তিনি। তাই পুলিশের গাড়িতে বসেই পালানোর ফন্দি এঁটে ফেলেছিলেন। সুযোগ পেতেই পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালালেন তিনি। তাঁর পিছনে দৌড়েও তরুণকে ধরতে পারল না পুলিশ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াসিম আহমেদ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পুলিশের গাড়ি থেকে এক তরুণ নেমে দৌড় দিয়েছেন। চার জন পুলিশকর্মী তাঁর পিছনে ছুটেও কোনও লাভ হল না। তরুণের ছোটার গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে এক জন পুলিশকর্মী মুখ থুবড়ে পড়ে গেলেন। বাকি তিন জন তখনও তরুণকে ধরার জন্য পিছনে ছুটছিলেন।

কিন্তু তরুণ তত ক্ষণে অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছাকাছি কোনও এলাকায় ঘটেছে। যদিও মধ্যপ্রদেশ পুলিশের তরফে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। তবে ভিডিয়োটি দেখে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘চার জন পুলিশ দৌড়েও এক জনকে ধরতে পারল না। পলাতকই তো পুলিশগুলোর চেয়ে ফিট।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘এই ধরনের দৃশ্য বড়পর্দায় দেখা যায়। একেবারে ফিল্মি কায়দায় গাড়ি থেকে পালিয়ে গেলেন তরুণ।’’

Advertisement
আরও পড়ুন