Amaal Mallik

‘রমজানে রাম, আর দীপাবলিতে আলি রয়েছে’, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কী বললেন অমাল মালিক?

অমালের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এই প্রসঙ্গে এ বার বিস্তারিত বিবৃতি দিয়েছেন গায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৭:০৩
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অমালের বিরুদ্ধে।

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অমালের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

ধর্মের জন্য সম্পর্ক ভেঙেছে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে চলে গিয়েছিলেন প্রেমিকা। তার এক মাত্র কারণ ছিল ধর্ম ও পেশা। সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন অমাল। ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে অমাল বলেছিলেন, মুসলিম বলে তাঁর প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙে। অথচ, তাঁর মধ্যে কোনও ‘মুসলিম’ বৈশিষ্ট্যই নেই। এই মন্তব্যের পরেই কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

Advertisement

অমালের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এই প্রসঙ্গে এ বার বিস্তারিত বিবৃতি দিয়েছেন গায়ক। অমাল জানিয়েছেন, তিনি একজন ব্যক্তি হিসাবে পছন্দ-অপছন্দের কথা বলেছেন মাত্র। সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি কিছু বলেননি। তবে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

অমাল জানিয়েছেন, তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। শান্তির খোঁজে থাকেন। গায়কের কথায়, “আমি কী ভাবে নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছি, তা নিয়ে নানা রকমের প্রতিবেদন হচ্ছে এবং শিরোনাম লেখা হচ্ছে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। আমি একজন মুসলিম পিতা ও হিন্দু মাতার ঘরে জন্মেছি। তাই আমি ধর্মনিরপেক্ষ এবং যেখানে শান্তি রয়েছে, সেখানেই যাই। সেটা মসজিদ, মন্দির বা গির্জা যাই হোক।”

ধর্মের আগে তিনি একজন ভারতীয়, এমনই মনে করেন গায়ক। অমাল বলেছেন, “ধর্মীয় বা আধ্যাত্মিক তকমার আগে আমরা যে সকলে ভারতীয়, তা মানুষ বুঝতেই পারে না। আমার মন্তব্যে যদি ভারতীয় অনুরাগীদের খারাপ লেগে থাকে, সে জন্য আমি দুঃখিত। তবে আমার একটা সহজ ভাবনা রয়েছে— ‘রমজান’ শব্দে রাম এবং ‘দিওয়ালি’ শব্দে আলি রয়েছে।"

তাই অমাল বলেছেন, “খবর দেখে অন্ধ হয়ে যাবেন না। আসল বিষয়টা এড়িয়ে যাবেন না। আসলে কিছু বোকা লোকজন সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে চেয়েছিল এই মন্তব্য শুনে।”

Advertisement
আরও পড়ুন