Amaal Mallik

‘ধর্মের কারণে প্রেম ভাঙে, যদিও ইসলামের বিন্দুমাত্র কিছু নেই’! নিজের ধর্মীয় পরিচয় জানালেন অমাল

প্রায় ১২৬টি গান তাঁর ঝুলিতে। ‘কবীর সিংহ’-এর মতো হিট অ্যালবাম রয়েছে। একাধিক প্রেমের গান গেয়েছেন, সুর করেছেন। কিন্তু তাঁরই প্রেম ভাগ্য ভাল নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:০০
Amaal Mallik share his girlfriend dumped him because of his Muslim background

কিসের খেসারত দিলেন অমাল? ছবি: সংগৃহীত।

১০ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন সঙ্গীত জগতে। পারিবারিক অভিজ্ঞতা ছিলই। বাবা ডাবু মালিক, কাকা অনু মালিক— সকলেই সঙ্গীত জগতের মানুষ। যদিও তাতে যে বিশেষ সুবিধা হয়েছে নিজেকে প্রমাণ করতে, তা নয়। বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে নিজেকেই। তিনি অমাল মালিক। প্রায় ১২৬টি গান রয়েছে তাঁর ঝুলিতে। ‘কবীর সিংহ’-এর মতো হিট অ্যালবাম রয়েছে তাঁর কেরিয়ারে। একাধিক প্রেমের গান গেয়েছেন, সুর করেছেন। কিন্তু তাঁরই প্রেম ভাগ্য ভাল নয়। প্রেমিকা চলে যান শুধুমাত্র তাঁর ধর্মের কারণে!

Advertisement

এমনিতে নিজের ব্যক্তিগত জীবন খুব বেশি কথা বলার পাত্র নন অমাল। কিন্তু সম্প্রতি নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন তিনি। জানান, ২০১৯ সালে প্রেমিকা চলে যান তাঁকে ছেড়ে। সেটা ঘটে আচমকাই। শাহরুখ খানের সঙ্গে একটা অনুষ্ঠানে ওঠার আগে তাঁর প্রেমিকা জানান, তিনি বিয়ে করছেন। যদি বিয়ে আটকাতে চান তা হলে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে বলে শর্ত দেন প্রেমিকা। অমালের কথায়, ‘‘২০১৪ সাল থেকে আমরা সম্পর্কে ছিলাম। কিন্তু আমার প্রেমিকার বাবা-মা আমাদের সম্পর্ক প্রথম থেকেই মেনে নেননি আমার ধর্মের কারণে। আমার বাবা মুসলিম, মা হিন্দু ব্রাহ্মণ।’’ প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ তাঁকে ভিতর থেকে ভেঙে দেয় বলে জানান অমাল। মাসকয়েক আগে অমাল জানিয়েছিলেন, তিনি অবসাদে রয়েছেন এবং তার জন্য তিনি বাবা-মাকে দায়ী করেছিলেন। এ বার আরও এক আক্ষেপের কথা জানালেন অমাল।

Advertisement
আরও পড়ুন