ফয়জলের টুইট কি খানিক লজ্জাতেই ফেলল অমিশাকে?
বেশ কিছু দিন ধরেই এখানে-ওখানে-সেখানে যুগলে দেখা মিলছিল দু’জনের। সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। সদ্য টুইটারে তাঁদের মাখো মাখো প্রেমের হদিশ! অমিশা পটেলকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ‘বন্ধু’ ফয়জল পটেল! একেবারে ভরা বাজারে! একটু ক্ষণ পরেই অবশ্য মুছেও দিয়েছিলেন সেই টুইট। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘কহো না’ কন্যের বিয়ের জল্পনায় হইচই জুড়েছেন অনুরাগীরা।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। প্রয়াত রাজনীতিক আহমেদ পটেলের পুত্র ফয়জলের জন্মদিনে। সে দিনই অমিশার শুভেচ্ছা টুইট নজর কেড়েছিল অনুরাগীদের। ‘প্রিয়তমের’ জন্মদিনে একরাশ ভালবাসা জানিয়েছিলেন ‘গদর’-এর নায়িকা। তারই জবাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ফয়জল! লেখেন— ‘সকলের সামনেই প্রস্তাব দিচ্ছি তোমায়। আমায় বিয়ে করবে?
শোরগোল পড়ে যায় তার পরেই। এমনিতেই বলিউডে বিয়ের মরসুম। তবে কি এ বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অমিশাও? কবে, কখন বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘গদর এক প্রেম কথা’র অভিনেত্রী— সে সব নিয়ে হাজারো জল্পনার ফাঁকেই অবশ্য টুক করে টুইটটি মুছে দিয়েছেন পেশায় ব্যবসায়ী ফয়জল। তবে চর্চা কি আর তাতে থামে!
Happy bday my darling @mfaisalpatel … love uuuuu …
— ameesha patel (@ameesha_patel) December 30, 2021have a super awesome year
pic.twitter.com/Yworua1hLv
আপাতত অভিনেত্রীর নতুন ছবি ‘গদর ২’ মুক্তির অপেক্ষায়। সানি দেওলের বিপরীতে ‘সাকিনা’র ভূমিকায় থাকছেন অমিশা। অনিল শর্মা পরিচালিত ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। অন্য দিকে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফয়জলের স্ত্রী দীর্ঘ অসুস্থতার পরে ২০১৬ সালে প্রয়াত হন। গত বেশ কিছু দিন ধরেই অমিশার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে আহমেদ-পুত্রকে। তবে প্রেম নিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ দু’জনেরই।
এই পরিস্থিতিতেই ফয়জলের টুইট কি খানিক লজ্জাতেই ফেলল অমিশাকে? নাকি কানে কানে তিনিও বললেন, ‘কহো না প্যায়ার হ্যায়’?