কী বললেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
বয়স প্রায় ৮৮ বছর। কিন্তু এখনও যে কোনও অনুষ্ঠান হোক কিংবা ফটোশুট, সেজেগুজে সর্বত্র যাওয়ার চেষ্টা করেন প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। এখনও প্রতি দিন সময়মতো উপস্থিত হন ধারাবাহিকের সেটে। সম্প্রতি একটি পুজোর গানের ভিডিয়োর শুটিং করলেন অভিনেত্রী। পরনে লাল শাড়ি, সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন।
তাঁর রঙিন পোশাক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে অনেক আলোচনা হয়। কারও কারও প্রশ্ন, এই বয়সে কেন এমন সাজেন তিনি? আবার কেউ বলেন, “এখনও সাজতে ভাল লাগে ওঁর?” এ বার নিজের সাজগোজ প্রসঙ্গে সাবিত্রী নিজেই উত্তর দিলেন। বললেন, “সাজতে বরাবরই ভালবাসি। তাতে যদি কেউ নিন্দা করে তো করুক। মনকে এখনও তেমন বুড়ো করে ফেলিনি যে, সাজব না। আমার সাজ মার্জিতই।” অসুস্থতা, শরীর খারাপ— কোনও কিছুরই তোয়াক্কা করেন না।
রঙিন পোশাক, সঙ্গে রূপসজ্জা সাবিত্রীর খুব প্রিয়। তবে গাঢ় রঙের লিপস্টিক পরতে ভালবাসেন না। প্রজন্মের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন শুধু। অভিনেত্রী বললেন, “সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়। নিজেকে সচল রাখাই মুখ্য উদ্দেশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করছে, দেখে আমার ভাল লাগে।” তবে জানালেন, বার বার শট দিতে হলে তাঁর এখন একটু অসুবিধা হয়। কিন্তু নিজের মন ভাল রাখতে প্রতি দিন শুটিংয়ে যেতে চান সাবিত্রী।