Amitabh Bachchan

লিভারের ৭৫ শতাংশই নষ্ট, সঙ্গে দোসর যক্ষ্মা, কী ভাবে সুস্থ আছেন অমিতাভ?

মৃত্যুর সঙ্গে রীতিমত পাঞ্জা লড়ে বেঁচে ফেরেন অমিতাভ বচ্চন। সেই সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয়ে লিভারের একটা বড় অংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:২২
Amitabh Bachchan revealed how he contracted hepatitis 75 per cent of his liver has been destroyed

কোন রহস্য ফাঁস করলেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

৮৩ বছর বয়স। এখনও অভিনয় করছেন, সঞ্চালনার কাজ করছেন পুরোদমে। যদিও তাঁর লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট! আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। মৃত্যুর সঙ্গে রীতিমত পাঞ্জা লড়ে বেঁচে ফেরেন তিনি। সেই সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয়ে লিভারের একটা বড় অংশ।

Advertisement

১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময় যে অঘটন ঘটে। তার জন্য সেই সময় তাঁকে ২০০ জন ৬০ বোতল রক্ত দিয়েছিলেন। অমিতাভ জানিয়েছেন, এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। সেখান থেকেই তাঁর শরীরে সংক্রমিত হয় এই রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তাঁর লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক খবরটি টেরই পাননি বিগ-বি। সেই সময় আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০ টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তাঁর লিভার।

সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। মাছ-মাংসও খান না। ডাল, সব্জি, রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান। এ ছাড়াও আমলা, তুলসীর রস খান। মদ্যপান, ধূমপান সম্পূর্ণ ভাবে ত্যাগ করেছেন।

Advertisement
আরও পড়ুন