Salman khan

ঠাটিয়ে মারলেন এক চড়! সলমনকে থাপ্পড় মারার সাহস দেখিয়েছিলেন নবীন অভিনেতা, কী পরিণতি তাঁর?

তাঁর মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের বিষয়। আবার তাঁর সঙ্গে শত্রুতা করলেও নাকি তিনি ছেড়ে কথা বলেন না। সেই সলমনের গায়েই হাত তুলেছিলেন এক অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১১:৪৮
Image of Salman khan

সলমন খানের সঙ্গে সহ-অভিনেতাদের সম্পর্ক নিয়ে নানা কথা ছড়িয়ে বলিউড জুড়ে। ছবি: সংগৃহীত।

সলমন খান। নামটাই যথেষ্ট। বলিউডের অনেকেই তাঁকে সমীহ করে চলেন। তাঁর মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের বিষয়। আবার তাঁর সঙ্গে শত্রুতা করলেও নাকি তিনি ছেড়ে কথা বলেন না। এই সলমনের গায়ে হাত তুলেছিলেন এক অভিনেতা। সপাটে চড় পর্যন্ত মেরেছিলেন ভাইজানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন জ়িশান আয়ুব।

Advertisement

সলমনকে চড় মেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত জ়িশান আয়ুব। অভিনয়জগতে আর এগোতে পারবেন কি না, তা নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন অভিনেতা। তবে এই চড় ছিল অভিনয়ের চড়। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির চিত্রনাট্যের জন্য ভাইজানের গায়ে হাত তুলতে হয়েছিল তাঁকে। আয়ুব বলেছেন, “একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর উপরে। ওঁকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নীচে পড়ে যান। সেই প্রথম সলমন স্যরের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।”

An actor shared his experience working with Salman khan in a film

‘টিউবলাইট’ ছবির একটি দৃশ্যে সলমন খানের সঙ্গে জ়িশান আয়ুব। ছবি: সংগৃহীত।

এই দৃশ্যে অভিনয় করার আগে থেকেই ভয়ে কাঁপছিলেন জ়িশান। তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভাল দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সলমন স্যর নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো’। কিন্তু আমার বুক কাঁপছিল।”

দুরু দুরু বুকেই এগিয়ে যান জ়িশান। ঠাটিয়ে মারেন এক চড়। ভেবেছিলেন, এই হয়তো তাঁর কেরিয়ারের শেষ অভিনয়! তবে সলমন যে খুবই পেশাদার, তা তিনি বুঝেছিলেন। ঝুঁকি নিয়েই দৃশ্যটিকে ফুটিয়ে তোলেন জ়িশান। সলমন এসে প্রশংসা করেছিলেন পরে। নিশ্চিন্ত হয়েছিলেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন