Shakib Khan's New Film

শাকিবের আগামী ইদের ছবিতে রণবীর কপূর-যোগ! নতুন ছবিতে ধরা দিতে পারেন ‘প্রিয়তমা’ ইধিকা?

পরিচালক আবু হায়াত মামুদ জানিয়েছেন, কলকাতার নায়িকা ছাড়াও থাকতে পারেন একাধিক অভিনেতাও। শুটিং হবে দেশ জুড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭
আবার শাকিব খান-ইধিকা পাল জুটিতে?

আবার শাকিব খান-ইধিকা পাল জুটিতে? ছবি: ফেসবুক।

এ বছরের ‘কোটা’ শেষ। শাকিব খানের আগামী বছরের ছবির পরিকল্পনা এ বছরেই শুরু! পরিচালক আবু হায়াত মাহমুদ আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, বাংলাদেশের তারকা অভিনেতাকে নিয়ে বড় বাজেটের ছবি বানাতে চলেছেন। নাম ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’। মুক্তি পাবে আগামী বছরের খুশির ইদে। বিপরীতে তিন নায়িকা। ক্যামেরা, নৃত্যপরিকল্পক, ফাইট মাস্টার, রূপসজ্জাশিল্পী— এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা।

Advertisement

উদাহরণস্বরূপ পরিচালক জানিয়েছেন, তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। প্রসঙ্গত, সেই ছবির নায়ক রণবীর কপূর। একই ছবির রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।

হঠাৎ কেন বাংলাদেশের ছবিতে বলিউড-যোগ? জবাবে পরিচালক আবু হায়াত এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অরিন্দম দাস (বাবাই) জানিয়েছেন, “আমাদের একটাই চাওয়া, ছবির দৃশ্য, সজ্জা এবং অ্যাকশন যেন আন্তর্জাতিক মানের হয়। তাই বলিউডের খ্যাতনামী চিত্রগ্রাহক, রূপসজ্জাশিল্পী, ফাইট মাস্টারকে বেছেছি।” যেমন, অমিতের ঝুলিতে ‘অ্যানিম্যাল’ ছাড়াও ‘দেবা’, ‘সরকার’, ‘রান’-এর মতো ব্লকবাস্টার রয়েছে। তা ছাড়া, এখনও তাঁর পরিবারের কিছু সদস্য বাংলাদেশে থাকেন। ফলে, অমিত শিকড়ের টান অস্বীকার করতে পারেননি। “এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। মনে হচ্ছে খুব ভাল একটি কাজ হতে চলেছে”, বলেছেন খোদ বলিউড চিত্রগ্রাহক।

বলিউড চিত্রগ্রাহক অমিত রায়কে (বাঁ দিকে) ‘প্রিন্স’ ছবির জন্য সই করালেন পরিচালক আবু হায়াত মাহমুদ (ডান দিকে)।

বলিউড চিত্রগ্রাহক অমিত রায়কে (বাঁ দিকে) ‘প্রিন্স’ ছবির জন্য সই করালেন পরিচালক আবু হায়াত মাহমুদ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ছবির নাম বলে দিচ্ছে, বড়পর্দায় একটি লম্বা সময় দেখাতে চলেছেন পরিচালক। কথা শেষের আগেই পরিচালক লুফে নিয়েছেন সে কথা। বলেছেন, “একদমই তাই। বাংলাদেশে শাকিব ‘রোমান্স এবং অ্যাকশনের রাজা’। সেই অনুযায়ী গল্প বেছেছি। নব্বইয়ের দশকের মাফিয়ারাজ, সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে। নায়কের নানা বয়স দেখানো হবে। তার জন্য হয়তো প্রস্থেটিক রূপটানের দরকার হতে পারে।” যেহেতু নায়কের নানা বয়স, তাই ছবিতে তিন নায়িকা। প্রযোজনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

তিন নায়িকার অন্যতম কি শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার ইধিকা পাল? এ বছর মুক্তিপ্রাপ্ত নায়কের ‘বরবাদ’ ছবিরও নায়িকা তিনি। বক্সঅফিস অনুযায়ী, ‘প্রিয়তমা’র মতো এই ছবিও ব্লকবাস্টার।

সে বিষয়ে অবশ্য এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক। তিন নায়িকার এক নায়িকা যে কলকাতার, সে কথা জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, ছবির শুটিং হবে বাংলাদেশ, কলকাতা, মুম্বই এবং দক্ষিণ ভারত জুড়ে। ছবিতে গানের বড় ভূমিকা থাকবে। সেই দায়িত্ব কাকে দিতে চলেছেন সে কথা এখনই জানাতে রাজি নন পরিচালক। সব ঠিক থাকলে এ বছরের নভেম্বর থেকে শুটিং। শহরে পা রাখবেন শাকিব। তার আগে দুর্গাপুজোর আবহে শুটিংস্থল খুঁজতে কলকাতায় চলে আসবেন টিম ‘প্রিন্স’।

Advertisement
আরও পড়ুন