Madhuri Dixit

এক পূর্ণবয়স্ক ব্যক্তি চেয়েছিলেন মাধুরী তাঁকে দত্তক নিন! ঘটনায় ভয় পেয়েছিলেন অভিনেত্রীর মা

সেই সময়ে মুম্বইয়ের আন্ধেরিতে পরিবারের সঙ্গে থাকতেন মাধুরী। মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘তেজ়াব’। ছবিটি জনপ্রিয় হয়েছিল। তার পরেই এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯
ভয়াবহ ঘটনা জানালেন মাধুরী।

ভয়াবহ ঘটনা জানালেন মাধুরী। ছবি: সংগৃহীত।

মাধুরী তাঁকে দত্তক নিন! এমনই চেয়েছিলেন এক পূর্ণবয়স্ক ব্যক্তি! সেই ব্যক্তি নাকি অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন বাক্সপ্যাঁটরা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নেন মাধুরী।

Advertisement

সেই সময়ে মুম্বইয়ের আন্ধেরিতে পরিবারের সঙ্গে থাকতেন মাধুরী দীক্ষিত। মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘তেজ়াব’। ছবিটি জনপ্রিয় হয়েছিল। তার পরেই এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। মাধুরী বলেন, “এক পূর্ণবয়স্ক ব্যক্তি আমার বাড়িতে আসেন এবং দরজায় কড়া নাড়েন। তিনি তাঁর সমস্ত বাক্সপ্যাঁটরা নিয়ে চলে এসেছিলেন। আমার মা তো দরজা খুলে রীতিমতো অবাক হয়ে যান।”

সেই ব্যক্তি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, তিনি সেখান থেকে চলে যাওয়ার পাত্র নন। তাঁর দাবি ছিল, তাঁকে দত্তক নিতে হবে। তিনি মাধুরীর পরিবারের অংশ হয়ে থাকার দাবি জানান। অভিনেত্রী সেই স্মৃতি হাতড়ে বলেন, “উনি বলেছিলেন, উনি এখান থেকে নড়বেন না। তখন আমাদের প্রতিবেশীদের বাড়ি গিয়ে কড়া নাড়তে হয়। তাঁদের গিয়ে আমরা বলি, ‘কিছু একটা করুন’। তাঁরাই কোনও ভাবে ওই লোকটিকে সেই দিন বুঝিয়ে আমার বাড়ি থেকে সরিয়েছিলেন। একটি গাড়িতে উঠিয়ে লোকটিকে তাঁর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল।” তবে এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়েছিলেন মাধুরী ও তাঁর পরিবার। তাই এই ঘটনার পরেই আন্ধেরি থেকে জুহুতে চলে যান মাধুরী।

উল্লেখ্য, সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে মাধুরীর ছবি ‘মিসেস দেশপাণ্ডে’। এই ছবিতে এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন