Ankita Lokhande

Ankita Lokhande: প্রেমিক ভিকিকে গভীর চুম্বন অঙ্কিতা লোখান্ডের, ফের চর্চায় সুশান্তের একদা প্রেমিকা 

ভিড়ের মধ্যেও এক মুহূর্তের জন্য যেন একা হয়ে গেলেন অঙ্কিতা-ভিকি। একে অন্যকে জড়িয়ে গভীর চুম্বনে আরও কাছাকাছি, আরও উষ্ণ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৬:২৭
ভিকি-অঙ্কিতার প্রেম

ভিকি-অঙ্কিতার প্রেম

প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন— সে কথা রটেছিল আগেই। উড়িয়ে দিয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। মাস কয়েক পরে দেখা গেল, দীপাবলির পার্টিতে গভীর চুম্বনরত ভিকি-অঙ্কিতা।

মেরুন রঙা শাড়ি-ব্লাউজে যেন নিজেই দীপাবলির আলো। আঁচল মেলে, চুল উড়িয়ে নাচে উত্তাল। তুমুল ভিড়ের মধ্যেও এক মুহূর্তের জন্য যেন একা হয়ে গেলেন অঙ্কিতা-ভিকি। একে অন্যকে জড়িয়ে গভীর চুম্বনে আরও কাছাকাছি, আরও উষ্ণ। নতুন করে প্রেমের উদ্‌যাপনে ভাসলেন যুগলে।

Advertisement
অঙ্কিতার পার্টি

অঙ্কিতার পার্টি

২০১০ সাল ২০১৬ পর্যন্ত সুশান্তের সঙ্গে প্রেম ছিল অঙ্কিতার। তারকা-জুটির প্রেম ভেঙে যাওয়ার পরে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগেছিলেন অঙ্কিতা। ভিকি জৈনের সঙ্গে প্রেম হওয়ার পর থেকেই ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিকতার দিকে। টেলি-অভিনেত্রী নিজেই একাধিক বার সে কথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। ভিকির সঙ্গে চার বছরের প্রেমের কাহিনি মাঝেমধ্যেই উঠে আসে অঙ্কিতার ইনস্টাগ্রামের পাতায়। দীপাবলির মুখে আরও সেই প্রেমকেই নতুন রঙে রাঙালেন ভিকির তারকা-বান্ধবী।

Advertisement
আরও পড়ুন