Anupam Kher In Kolkata

‘বাংলায় ভাল কাজ হয়, সুযোগ পেলে করতে চাই’! ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ বিতর্ক এড়ালেন অনুপম

“বাংলা ছবির প্রিমিয়ার হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির উদ্‌যাপন হয়”, বললেন বর্ষীয়ান অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৩:১৪
‘বেলা’ দেখে কী বললেন অনুপম খের?

‘বেলা’ দেখে কী বললেন অনুপম খের? ছবি: সংগৃহীত।

নিয়মিত না হলেও, বাংলা ছবি দেখেন তিনি। যেমন দেখলেন শুক্রবার। এই প্রথম বাংলা ছবির বিশেষ প্রদর্শনে বলিউড অভিনেতা অনুপম খের। শহরে এসেছিলেন গত মাসে নিজের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তনভীর দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শন উপলক্ষে। তারই পাশের প্রেক্ষাগৃহে এ দিন মুক্তি পেল ‘বন্ধু’ ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি ‘বেলা’। খবর পেতেই হাসিমুখে সেখানে উপস্থিত বর্ষীয়ান অভিনেতা।

Advertisement

অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় কেমন কাজ করলেন ঋতুপর্ণা? জানার কৌতূহল ছিল অনুপমের। সেই কৌতূহল তাঁকে টেনে নিয়ে গিয়েছিল প্রেক্ষাগৃহের ভিতরে। “মিনিট পনেরো ছবিটা দেখলাম। নতুন পরিচালক হয়েও বেশ ভাল ছবি বানিয়েছেন অনিলাভ। আমার কিন্তু দেখতে ভালই লাগছিল। বাংলায় ভাল ভাল কাজ হয়”, আনন্দবাজার ডট কমের মুখোমুখি হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে এ কথা বললেন অভিনেতা।

‘বেলা’ ছবির বিশেষ প্রদর্শনে অনুপম খের।

‘বেলা’ ছবির বিশেষ প্রদর্শনে অনুপম খের। নিজস্ব চিত্র।

আরও যোগ করলেন, “বাংলা ছবির প্রিমিয়ার, হিন্দি ছবির প্রিমিয়ারের থেকে আলাদা নয়। দুই ক্ষেত্রেই নতুন ছবিমুক্তির উদ্‌যাপন হয়।” অনুপমের আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ইতিমধ্যেই বিতর্কের শীর্ষে! প্রসঙ্গ উঠতেই সযত্নে এড়িয়ে গেলেন। হাসিমুখে বললেন, “ছবি, বিতর্ক— এ সব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলতে পারবেন। আমি আমার অভিনীত চরিত্র নিয়ে বলতে পারি। এই ছবিতে দর্শক ‘গান্ধীজি’র চরিত্রে আমায় দেখবেন।”

টলিউড কোনও দিন বাংলা ছবিতে অনুপম খেরকে দেখতে পাবে না? “কেন পাবে না? আপনারা আমার হয়ে প্রযোজকদের একটু বলুন। ভাল চরিত্র পেলে এককথায় রাজি”, প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে হাসিমুখে আশ্বাস দিয়ে গেলেন বড়পর্দার ‘মনমোহন দেশাই’।

Advertisement
আরও পড়ুন