Next What Is Sourav Ganguly Doing?

একা নন, জুটিতে ফিরছেন সৌরভ! ফের নতুন পরিকল্পনা তাঁর, এ বার কোন ভূমিকায় তিনি? দোসর কে?

‘মহারাজ’-এর মাথায় নতুন ভাবনা। আবার ভিন্ন স্বাদের কিছু করতে চলেছেন। তবে এ বার একা নন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১১:৫০
নতুন কী করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

নতুন কী করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ছবি: ফেসবুক।

খেলা থেকে অভিনয় হয়ে পোশাকের ব্র্যান্ড— পেশাদুনিয়ার প্রায় সব ক্ষেত্রেই বিচরণ করে ফেলেছেন। তিনি নতুন আর কী দিতে পারেন? সাম্প্রতিক জল্পনা বলছে, তিনি জুটি বাঁধতে পারেন। সেখান থেকে নতুন কিছু তৈরি হতেই পারে। খবর, সেটাই করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সম্প্রতি, সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছেন আবীর চট্টোপাধ্যায়। বড়পর্দার ‘ব্যোমকেশ’-এর বার্তা, তিনি এ বার সৌরভের জুটি। দু’জনে মিলে কিছু একটা করতে চলেছেন। আবীরের মতে, “পুজো প্রায় শেষ। যদিও ছুটির আমেজ কাটেনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় এখনও আছে। তাই সময় নষ্ট না করে অবসরের সময়কে আরও রঙিন করে তুলব নতুন কিছু করে।” এই ‘নতুন’ কিছু কী হতে পারে?

অভিনেতা যখন ‘নতুনত্ব’ নিয়ে মাথা ঘামাচ্ছেন তখনই এ ব্যাপারে পরামর্শ দিতে উপস্থিত সৌরভ। পুজো থেকে পেটপুজো— সব তাঁদের আলোচনায় উঠে এসেছে। উৎসবে টানা বাইরে খাওয়াদাওয়ার পর ফের ঘরের খাবারে ফেরার কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। খবর, এখানেই মোচড়। সৌরভ-আবীর জুটি রান্নার বিজ্ঞাপনী ছবি এবং মুখ হয়ে উঠতে চলেছেন। যার আভাস পাওয়া গিয়েছিল পুজোর আগে। হলুদ ট্যাক্সিতে করে তাঁরা একটি প্রথম সারির ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে যোগ দিয়েছিলেন।

আবীর চট্টোপাধ্যায় এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গী?

আবীর চট্টোপাধ্যায় এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গী?

উভয়েই খ্যাতনামী। উভয়েরই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। মহিলামহল উভয়কেই পছন্দ করেন। তাই সৌরভ-আবীর জুটি বাঁধলে প্রচার যে আরও জোরদার হবে, বলাই বাহুল্য।

প্রসঙ্গত, এর আগে ওই ভোজ্য তেলের বিজ্ঞাপনী প্রচারে একা ইলিশ রেঁধে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ। এ বার আবীরকে সঙ্গী করে কী করতে চলেছেন, বার্তা ছড়াতেই কৌতূহল তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে, সাধারণের মনেও। পাশাপাশি, আগামী কাজ নিয়েও খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠবেন সৌরভ।

এই মুহূর্তে অভিনেতা রাজকুমার রাও তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়। তার পরেই তিনি চলে আসবেন কলকাতায়। থাকবেন সৌরভের বাড়িতে। খুব কাছ থেকে তাঁকে দেখে, চিনে ‘মহারাজ’-এর আত্মজীবনীর জন্য নিজেকে তৈরি করবেন বলে খবর। সব ঠিক থাকলে আগামী বছর শুরু হবে ছবির শুটিং। একই ভাবে আগামী মার্চ বা এপ্রিল থেকে শুরু হতে পারে স্টার জলসার ‘বাংলা বিগ বস্‌’-এর শুটিং। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সৌরভ।

Advertisement
আরও পড়ুন