U19 Women One day Trophy Elite

ঈপ্সিতা-প্রিয়াঙ্কার দাপটে শেষ আটের হাতছানি

মুম্বইয়ে শুক্রবার ২৩৫ রানে শেষ হয় বাংলার ইনিংস। ওপেন করতে নেমে ৭২ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন ঈপ্সিতা মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অনূর্ধ্ব-১৯ মেয়েদের ওয়ান ডে ট্রফি এলিটে টানা চতুর্থ জয় বাংলার। চার ম‌্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষ স্থান ধরে রাখাই নয়, উজ্জ্বল হল শেষ আটে যাওয়ার সম্ভাবনাও।

মুম্বইয়ে শুক্রবার ২৩৫ রানে শেষ হয় বাংলার ইনিংস। ওপেন করতে নেমে ৭২ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন ঈপ্সিতা মণ্ডল। দিয়া নন্দী ৪৭ ও প্রিয়াঙ্কা গোলদার ৪২ রান করেছেন। জবাবে সৌরাষ্ট্র থামে ২১১ রানে। প্রিয়াঙ্কা চারটি ও ঈপ্সিতা তিনটি উইকেট তুলে নেন। রবিবার গ্রুপ পর্বের শেষ ম‌্যাচে বাংলার প্রতিপক্ষ একটিও ম‌্যাচ না জেতা নাগাল‌্যান্ড।

আরও পড়ুন