Susmita-Saheb Wedding Rumour

পিসি, কাকাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন সুস্মিতার! চলতি বছরেই কি সাহেবের সঙ্গে তাঁরও সাতপাক?

ক্যামেরার সামনে সাহেব জানিয়েছেন, তিনি সুস্মিতাকে তাঁর পরিবারের বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিয়ের গুঞ্জন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৯:০৩
সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য এ বার বিয়ের পিঁড়িতে?

সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য এ বার বিয়ের পিঁড়িতে? ছবি: ফেসবুক।

টলিউডে একের পর এক বিয়ের ফুল ফুটছে। সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার-দেবমাল্য চক্রবর্তী। শীঘ্রই বিয়ে হতে পারে রণজয় বিষ্ণু-শ্যামৌপ্তি মুদলির। এ বার কি গুটিগুটি পায়ে এগোচ্ছেন সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে?

Advertisement

ধারাবাহিক ‘কথা’ সাহেব-সুস্মিতাকে সম্পর্কে বেঁধেছে বলে খবর। ধারাবাহিক শেষ। তবে সাহেব-সুস্মিতা অভিন্ন। একসঙ্গে জেলায় জেলায় ঘুরে মঞ্চানুষ্ঠান করছেন। নাট্যপরিচালক অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ‘সিরাজ’ নাটকে অভিনয় করলেন। ফলে, তাঁদের নিয়ে এমনিতেই গুঞ্জনের অন্ত নেই। তা হলে নতুন করে এমন কী ঘটল?

সদ্য একটি ঝলক ভাইরাল। সেখানে সাহেব জানিয়েছেন, তিনি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুস্মিতার আলাপ করিয়ে দিচ্ছেন। সেই তালিকায় সাহেবের কাকা, পিসিরা রয়েছেন! হঠাৎ পরিবারের বাকিদের সঙ্গে বান্ধবীর আলাপ করিয়ে দিচ্ছেন কেন সাহেব? তা হলে কি ওঁদের বিয়ে আসন্ন? সে রকমই কিছু ঘটছে কি না জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে। তিনি সমস্ত সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বলেছেন, “ভিডিয়োটি পুরনো। আর বার বার কেন আমাদের বিয়ে নিয়ে এত কথা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না!”

টেলিপাড়ায় কিন্তু ঘুরছে অন্য খবর। সম্প্রতি জুটিতে নাকি উটি বেড়াতে গিয়েছিলেন! সেখানেই থাকেন সাহেবের পরিবারের আত্মীয়েরা। ওঁদের সঙ্গে সুস্মিতার আলাপ করাবেন বলেই নাকি সাহেব নিয়ে গিয়েছিলেন বান্ধবীকে।

যদিও সুস্মিতা অন্য এক সাক্ষাৎকারে দিনকয়েক আগে জানিয়েছেন, বুধবার, ২৮ জানুয়ারি তাঁর জন্মদিন। ওই দিন ২৮ বছর বয়স হবে তাঁর। বিয়ের জন্য তাই তাঁর তাড়া নেই। তাঁর পরিবারেরও নেই। আপাতত তিনি কাজে মন দিয়েছেন। ফেব্রুয়ারি থেকে ব্যস্ত হয়ে পড়বেন নতুন সিরিজ়ের শুটিংয়ে।

Advertisement
আরও পড়ুন