Tollywood News

স্বামীর প্রেমিকা তাঁরও প্রিয়, দেবলীনাকে কি একই ভাবে ভালবাসেন তথাগতর প্রেয়সী আলোকবর্ষা?

দেবলীনা, তথাগত এবং আলোকবর্ষার সমীকরণ নিয়ে দর্শকের নানা মন্তব্য। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে দেবলীনার একটি ভিডিয়োও। এ প্রসঙ্গে কী বললেন আলোকবর্ষা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৬:১২
আলোকবর্ষাও কি একই ভাবে ভালবাসেন দেবলীনাকে?

আলোকবর্ষাও কি একই ভাবে ভালবাসেন দেবলীনাকে? ছবি: সংগৃহীত।

‘তথাগত যেটাতে খুশি, আমি ঠিক সেটাতেই খুশি।’ অভিনেত্রী দেবলীনা দত্তের মন্তব্য ঘিরে তোলপাড় টলিপাড়া। স্বামীর প্রেমিকাকে নিয়ে তাঁর এমন মন্তব্য ঘিরে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। এই মুহূর্তে আলোকবর্ষা বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ‘রাস’ ছবির সেটে তাঁদের প্রেমপর্বের শুরু। ইন্ডাস্ট্রির অন্দরে তথাগত এবং আলোকবর্ষার প্রেমজীবন নিয়ে আলোচনার শেষ নেই। তারই মাঝে দেবলীনাকে প্রশ্ন করা হয় আলোকবর্ষা সম্পর্কে। তখনই অভিনেত্রী বলেন, “তথাগত যদি আলোকবর্ষাকে ভালবাসে, তা হলে আমি ওকে ভালবাসবই। খুব স্পষ্ট এই বিষয়টা আমার কাছে।”

Advertisement

পরিচালকের প্রেয়সী অর্থাৎ আলোকবর্ষাও কি দেবলীনাকে নিয়ে এমনই ভাবেন? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয় তাঁকে। স্বরে হালকা অস্বস্তি ধরা পড়লেও তিনি বললেন, “দেবলীনার সঙ্গে আমার পরিচয় আছে। আমি, তথাগত এবং দেবলীনা তিন জনেই পোষ্যপ্রেমী। সেই হিসাবে পরিচয় হয়েছিল। আমরা তিন জনেই নিজেদের জীবনে খুশি। তবে দেবলীনার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব নেই। তবে এটা বুঝেছি, ও খুবই ভাল মনের মানুষ। আর ভালবাসা তো ভালই ব্যাপার। যদিও তথাগতর অতীত বা প্রাক্তন নিয়ে সে ভাবে ভাবি না। সবাই ভাল থাকলেই ভাল। ব্যস, এটুকুই।”

বছরের শুরুতে আনন্দবাজার ডট কমই জানিয়েছিল যে, তথাগতর জীবনে এসেছে নতুন বসন্ত। তথাগত সেই সময় জানিয়েছিলেন, ভালবাসার দিনে ভালবাসার মানুষের কথা জানাবেন তিনি। যদিও পরিচালক কথা রাখেননি। তথাগত-আলোকবর্ষা কবে বিয়ের পিঁড়িতে বসবেন? পরিচালকের ঘনিষ্ঠদের দাবি, দিল্লি অনেক দূর। আগে মন দেওয়া-নেওয়ার পালা ভাল করে মিটুক। পরস্পরকে যাচাই করে নিন। তার পর বিয়ে...।

Advertisement
আরও পড়ুন