Mahiya Mahi

‘ধন্যবাদ, বিদায়’ ছোট্ট ছেলেকে ফেলেই চুপিসারে বাংলাদেশ ছেড়ে কোন দেশ গেলেন মাহিয়া মাহি?

বছর দু’য়েক ধরে নতুন কোনও ছবি নেই তাঁর হাতে। তাই খুব একটা খবরেও নেই। যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এ বার দেশে ছেড়ে কোথায় গেলেন মাহিয়া মাহি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২০:৩৩
Bangladeshi Actress Mahiya Mahi Leave Country due to this reason

কোথায় গেলেন মাহিয়া মাহি? ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগেই জেলবন্দি হয়েছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া। যদিও তিনি এখন জামিনে মুক্ত। এ বার এল বাংলাদেশের আরও এক অভিনেত্রীর দেশ ছাড়ার খবর। বাংলাদেশে রাজনৈতিক পালা বদলের পর থেকে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে। এ বার ফেসবুকে অভিনেত্রী বিমানের অন্দর থেকে ছবি তুলে লিখলেন, ‘‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’’ তার পর থেকেই জল্পনা কোথায় গেলেন মাহিয়া মাহি?

Advertisement

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মাহিয়া মাহি। প্রথম ছবিতেই প্রচারের আলো কেড়ে নেন। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে আসতে থাকে সাফল্য। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও বেশ কিছু কাজ করেন।

কিন্তু বছর দু’য়েক ধরে নতুন কোনও ছবি ছিল না তাঁর হাতে। তাই খুব একটা খবরেও নেই তিনি। যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন মাহি। এক সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনেও লড়েছিলেন। কিন্তু জয় আসেনি। ভোট হেরে ফিরতে চেয়েছিলেন রুপোলি জগতেই। কিন্তু, আর তাঁকে সে ভাবে কোনও ছবিতে দেখা যায়নি। এর মাঝে গত বছর তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ছোট্ট একটি ছেলেও রয়েছে।

তবে কি চুপিসারে দেশ ছাড়লেন তিনি? শোনা যাচ্ছে আমেরিকায় গিয়েছেন অভিনেত্রী। যদিও সূত্র বলছে, সে দেশে বেড়াতেই গিয়েছেন তিনি। দিন কয়েক ঘোরাঘুরি সেরেই দেশে ফিরবেন।

Advertisement
আরও পড়ুন