england cricket

মদ্যপান-বিতর্কের জের! ভারতে বিশ্বকাপ খেলতে আসা ইংরেজ ক্রিকেটারদের জন্য ‘কার্ফু’, কড়া ব্যবস্থা ইংল্যান্ড বোর্ডের

অ্যাশেজ়ে গিয়ে লাগামছাড়া মদ্যপান এবং বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে। তা যাতে আর না হয় তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। জারি হবে ‘কার্ফু’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
cricket

ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ছবি: সমাজমাধ্যম।

অ্যাশেজ়ে গিয়ে লাগামছাড়া মদ্যপান এবং বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে। তা যাতে আর না হয় তার জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। শ্রীলঙ্কায় সাদা বলের সফর এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটারেরা থাকবেন ‘কার্ফু’র মধ্যে।

Advertisement

অ্যাশেজ়ের পরেই দলের পারফরম্যান্স পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইসিবি। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য টাইমস’ জানিয়েছে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এ বার কড়া পদক্ষেপ করতে চাইছে ইসিবি। ফলে শ্রীলঙ্কা এবং ভারতে যে দল বিশ্বকাপ খেলতে আসবে, তাদের কড়া নজরে রাখা হবে।

‘কার্ফু’ অনুযায়ী, ক্রিকেটারদের যাতায়াত এবং গতিবিধি হবে নিয়ন্ত্রিত। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন না ক্রিকেটারেরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগে থেকে অনুমতি নিতে হবে। নাইটক্লাব, ক্যাসিনোয় যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ধীরে ধীরে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে যাতে মাঠের বাইরে ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখা যায়। ইংল্যান্ড দলের আলাদা ‘কালচার’ তৈরি করতে চাইছে ইসিবি।

ইংল্যান্ডের আর এক দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ব্রিসবেনে গিয়ে ক্রিকেটারেরা ছিলেন বিলাসবহুল একটি হোটেলে, যেখানে ক্যাসিনো ছিল। ক্রিকেটারদের ধারাবাহিক ভাবে জনসমক্ষে জুয়া খেলতে দেখা গিয়েছে। দেদার মদ্যপান করেছেন প্রায় সকলেই। আগেই জানা গিয়েছিল, অ্যাশেজ়ের আগে নিউ জ়িল্যান্ড সফরে একটি নাইটক্লাবে গিয়ে ম্যাচের আগের দিন নিরাপত্তারক্ষীর সঙ্গে মারপিট করেছিলেন হ্যারি ব্রুক।

ইংল্যান্ড ক্রিকেটে ‘কার্ফু’র উদাহরণ আগেও রয়েছে। ২০১৭-১৮ অস্ট্রেলিয়া সফরে জনি বেয়ারস্টো-ক্যামেরন ব্যানক্রফট ঝামেলার পরে কার্ফু জারি হয়েছিল। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হয়ে আসার পর সে সব তুলে দেন।

Advertisement
আরও পড়ুন