Anti Tan Pack

শীতের রোদেও হাতে-পায়ে কালো ছোপ পড়ছে, সব্জিতেই লুকিয়ে সমাধান, বানিয়ে ফেলুন প্যাক

শীতের দিনেও কিন্তু রোদের তাপে হাতে-পায়ে ট্যান বা কালো ছোপ পড়ে। তা তুলতে বেছে নিন হেঁশেলের সব্জি। বাড়িতেই বানান ‘অ্যান্টি-ট্যানিং প্যাক’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২০:৪১
রোদের তাপে কালো ছোপ পড়বেই না সপ্তাহে একদিন বিশেষ প্যাক মাখলে।

রোদের তাপে কালো ছোপ পড়বেই না সপ্তাহে একদিন বিশেষ প্যাক মাখলে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীতের রোদ বড় মিষ্টি লাগে। ঠান্ডা হাওয়া আর চড়া রোদের যুগলবন্দি বড়ই আরামদায়ক। তবে রোদের আরামটুকু নিতে গিয়েই হাতে-পায়ে কালো ছোপ পড়তে পারে। কারণ, শীত হোক বা গ্রীষ্ম, রোদ সরাসরি চামড়ায় লাগলে সূর্যের অতি বেগনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি হয়। কালো ছোপ বা ট্যান পড়ে যায়। একবার ট্যান পড়ে গেলে তা তোলা খুব শক্ত। তাই সপ্তাহে এক বা দুই দিন ঘরোয়া প্যাক মাখুন হাতে-পায়ে।ত্বক হবে উজ্জ্বল।

Advertisement

আলু: আলুর রস কালো দাগ তুলতে সাহায্য করে। সেই কারণে ঘরোয়া রূপচর্চায় আলুর কদর বরাবরই। অনেকেই মুখের কালচে দাগছোপ তুলতে আলু মাখেন। একটি আলু কেটে মিক্সারে ঘুরিয়ে নিন। ক্রিমের মতো মিশ্রণটি হাতে এবং পায়ে আলতো করে মাসাজ় করে মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। চাইলে এর মধ্যে ১ টেবিল চামচ চালের গুঁড়োও যোগ করতে পারেন।

টম্যাটো: টম্যাটোর মধ্যে অ্যাসিড জাতীয় উপাদান রয়েছে যা দাগছোপ তুলতে ভাল কাজ করে। একটি টম্যাটো বেটে তার মধ্যে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে-পায়ে মাসাজ় করে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। তার পর তেল মাসাজ় করে নিন।

শসা: কালো দাগ তুলতে শসাও ব্যবহার হয়। আধখানা শসা বেটে তার সঙ্গে ১ টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। ক্রিমের মতো মিশ্রণ হাতে-পায়ে মাসাজ করুন পাঁচ মিনিট। তার পর আরও ১০ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন