জ়াবি আলোন্সো। ছবি: রয়টার্স।
রবিবার রাতে চিরশত্রু বার্সেলোনার কাছে সুপার কাপের ফাইনালে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচ জ়াবি আলোন্সোকে কোচের পদ থেকে ছেঁটে ফেলল রিয়াল। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ছ’মাসের মধ্যেই শেষ হয়ে গেল আলোন্সো-জমানা। রিয়ালের নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে প্রাক্তন ফুটবলার আলভারো আর্বেলোয়ার নাম।
চলতি মরসুমের শুরুতে কার্লো আনচেলোত্তির বিদায়ের পর ঘোষণা করা হয়েছিল আলোন্সোর নাম। তাঁর অধীনে ক্লাব বিশ্বকাপে খেললেও সেমিফাইনালে ছিটকে যায় রিয়াল। যদিও লা লিগার শুরুটা খারাপ হয়নি। বেশ কয়েক সপ্তাহ তারা এক নম্বরে ছিল। হারিয়েছে বার্সেলোনাকেও।
গত বছরের শেষ দিক থেকে রিয়ালের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক ম্যাচ ড্র করতে শুরু করে তারা। লা লিগার শীর্ষস্থানও হাতছাড়া হয়ে যায় বার্সেলোনার কাছে। পাশাপাশি, দলের ফুটবলারদের সঙ্গেও সম্পর্ক খারাপ হচ্ছিল আলোন্সোর। স্পেনীয় কোচের কৌশল এবং পরিকল্পনার সঙ্গে অনেক ফুটবলারই মানিয়ে নিতে পারছিলেন না। অবশেষে প্রাক্তন ফুটবলারকে কোচের পদ থেকে ছেঁটে ফেলারই সিদ্ধান্ত নিল রিয়াল। জানানো হয়েছে, মৌখিক চুক্তির মাধ্যমে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আলোন্সো।
নতুন কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন আর্বেলোয়া। তিনি অতীতে রিয়ালে খেলেছেন। ২০২৫-এর জুন থেকে রিয়ালের যুব দলের দাচিত্ব সামলাচ্ছেন। তার আগে রিয়ালের অ্যাকাডেমির কোচ ছিলেন। রিয়ালের বয়সভিত্তিক বিভিন্ন দলে কোচিং করিয়েছেন।
রিয়ালে ফুটবলার হিসাবে অন্যতম সফল সময়ের অংশ ছিলেন আর্বেলোয়া। ২০০৯-২০১৬ পর্যন্ত খেলেছেন। ২৩৮টি ম্যাচ খেলেছেন। রিয়ালের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি সুপার কাপ, একটি লা লিগা, দু’টি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। দেশ স্পেনের হয়ে বিশ্বকাপ এবং দু’টি ইউরো কাপ জিতেছেন।