SIR Notice to Former Navy Chief

প্রাক্তন নৌসেনাপ্রধানের এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান‌ করল নির্বাচন কমিশন

ওই খবর ছড়িয়ে পড়তেই কমিশনের সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০২:৩৩
প্রাক্তন নৌসেনাপ্রধান অরুণ প্রকাশ।

প্রাক্তন নৌসেনাপ্রধান অরুণ প্রকাশ। —ফাইল চিত্র।

প্রাক্তন নৌসেনাপ্রধান অরুণ প্রকাশকে এস‌আইআর-এর শুনানিতে উপস্থিত থাকতে হবে না। সোমবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রাক্তন নৌসেনাপ্রধানের এনুমারেশন ফর্মে যে যে তথ্য অসম্পূর্ণ ছিল তা পাওয়া গিয়েছে। তাই তাঁকে এবং তাঁর স্ত্রীকে আর শুনানিকেন্দ্রে আসতে হবে না।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার। প্রাক্তন নৌসেনাপ্রধান নিজেই সমাজমাধ্যমে জানান, এসআইআর-এর শুনানির জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে। বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের এক শুনানিকেন্দ্রে ডাকা হয় অবসরপ্রাপ্ত চিফ অ্যাডমিরাল এবং তাঁর স্ত্রীকে।

ওই খবর ছড়িয়ে পড়তেই কমিশনের সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বীরচক্র সম্মান প্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনাপ্রধানকে কেন আবার নিজের পরিচয় প্রমাণ করতে হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এই বিতর্কের মাঝে সোমবার ব্যাখ্যা দেয় কমিশন এবং জানায়, সমস্যার সমধান করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের যুদ্ধের সময়ে অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল অরুণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যুদ্ধে অনবদ্য ভূমিকার জন্য বীরচক্র সম্মানও দেওয়া হয় তাঁকে। প্রায় ২০ বছর আগে নৌসেনা থেকে অবসর নেন তিনি। এখন বয়স ৮২ বছর। পরিবারের সঙ্গে থাকেন গোয়াতে।

Advertisement
আরও পড়ুন