Senior Citizens

বৃদ্ধ বাবা-মাকে অযত্ন করলেই কর্মীদের বেতন থেকে কাটা হবে টাকা! সিদ্ধান্ত তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

সোমবার একটি সরকারি অনুষ্ঠানে রেবন্ত জানান, কোনও চাকরিজীবী সন্তান যদি তাঁব বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ বা তাঁদের অযত্ন করেন, তা হলে অভিযোগ পাওয়ামাত্রই ওই কর্মীর বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০২:০৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ, হেনস্থা বা অযত্নের অভিযোগ উঠলেই, চাকরিজীবী সন্তানের বেতন থেকে কাটা হবে টাকা! সোমবার এমনই সিদ্ধান্ত নিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

Advertisement

সোমবার একটি সরকারি অনুষ্ঠানে রেবন্ত জানান, কোনও চাকরিজীবী সন্তান যদি তাঁব বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ বা তাঁদের অযত্ন করেন, তা হলে অভিযোগ পাওয়ামাত্রই ওই কর্মীর বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। ওই টাকাটি সরাসরি চলে যাবে তাঁব বাবা বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখেও কিছু সিদ্ধান্ত নিয়েছেন রেবন্ত। তাঁদের জন্য বিনামূল্যে বিশেষ মোটরচালিত যানবাহন, ব্যাটারিচালিত ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য উন্নত সরঞ্জাম বিতরণের কথা জানান। এ সংক্রান্ত ঘোষণা করার সময়, তিনি বৃদ্ধ বাবা-মায়ের সমস্যা নিয়েও সরব হন। তিনি আরও জানান, তেলঙ্গানা সরকার প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে একটি ডে-কেয়ার সেন্টারের প্রস্তুতি নিচ্ছে। ২০২৬-২৭ সালের বাজেট প্রস্তাবেও একটি নতুন স্বাস্থ্যসেবা নীতি চালু করা হবে বলেও জানান মুখ‍্যমন্ত্রী।

প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে আরও বেশ কিছু ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁদের যাতে কোনও রকম কোনও সমস্যা না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাকরি ক্ষেত্রেও তাঁদের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানান রেড্ডি। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের সমস্যা ও কয়েকটি প্রকল্প নিয়েও কথা বলেন তিনি।

Advertisement
আরও পড়ুন