Virat Kohli

‘কোহলি যা বলে তাই করে’, বিরাটের প্রশংসা শ্রেয়সের মুখে, সাজঘরের পরিবেশ মিস্‌ করছিলেন চোট সারিয়ে মাঠে ফেরা আয়ার

দু’জনে মিলে একসঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জিতিয়েছেন। রবিবার প্রথম ম্যাচের পর সেই বিরাট কোহলির প্রশংসা শোনা গেল শ্রেয়স আয়ারের মুখে। নিজের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৯:২৭
cricket

রবিবারের ম্যাচে কোহলি (বাঁ দিকে) এবং শ্রেয়স। ছবি: সমাজমাধ্যম।

দু’জনে মিলে একসঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জিতিয়েছেন। রবিবার প্রথম ম্যাচের পর সেই বিরাট কোহলির প্রশংসা শোনা গেল শ্রেয়স আয়ারের মুখে। সাফ জানালেন, বিরাট অন্যদের থেকে আলাদা। কারণ তিনি যা বলেন, সেটাই করে দেখান। নিজের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স।

Advertisement

রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রান করেন কোহলি। ভারত জেতে ৩০১ রান তাড়া করে। কোহলি দ্রুততম ক্রিকেটার হিসাবে সব ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন। এখন শুধু সচিন তেন্ডুলকরের পিছনে রয়েছেন।

বোর্ডের প্রকাশিত একটি ভিডিয়োয় শ্রেয়স বলেছেন, “কোহলির ইনিংস নিয়ে যতই বলতে যাই না কেন, সেটা কম হবে। এত বছর ধরে কোহলিকে এই কাজ (রান তাড়া) ধারাবাহিক ভাবে করে যেতে দেখছি। যে ভাবে খুচরো রান এবং দরকারে বোলারদের আক্রমণ করে তা অসাধারণ। কোহলি যেটা বলে সেটাই করে দেখায়।”

অস্ট্রেলিয়া সিরিজ় চোট পাওয়ার পর আবার ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়সের। মাঝে অস্ত্রোপচারও করাতে হয়েছে। এক রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। তবে ভারতের হয়ে আবার খেলতে পেরে আপ্লুত শ্রেয়স।

ভারতীয় ব্যাটারের কথায়, “সিরিজ়টা দারুণ ভাবে শুরু হল। বেশ কিছু দিন পর আবার দলে ফিরলাম। খুব ভাল লাগছে ফিরতে পেরে। তার চেয়েও বড় কথা, সকলের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পেরে আরও ভাল লাগছে। বেশ অনেক দিন এই স্বাদটা পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ফিরতে পেরে খুশি।”

Advertisement
আরও পড়ুন