ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এক দিনের ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসাবে একটি নজির গড়েছেন শুভমন গিলেরা। অন্য দিকে, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর টানা ন’টি এক দিনের ম্যাচ জিতেছিল নিউ জ়িল্যান্ড। তারপর রবিবার প্রথম হার কিউয়িদের।
রবিবার প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড করে ৮ উইকেটে ৩০০ রান। জবাবে ৪৯ ওভারে ৬ উইকেটে ৩০৬ রান করে ভারত। এই নিয়ে এক দিনের ক্রিকেটে ২০ বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতল ভারত। আর কোনও দলের এমন কৃতিত্ব নেই। বিশ্বের প্রথম দল হিসাবে ২০টি ম্যাচে ৩০০ বা তার বেশি রান সফল ভাবে তাড়া করল ভারত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ১৫টি এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান সফল ভাবে তাড়া করেছে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১৪ বার তারা এমন সাফল্য পেয়েছে। পাকিস্তান ১২ বার এক দিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তাড়া করে সফল হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে পাকিস্তান। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কা। দু’দলই এক দিনের ক্রিকেটে ১১ বার সাফল্যের সঙ্গে ৩০০ বা তার বেশি রান তাড়া করেছে।
আরও একটি নজির গড়েছে ভারত। এই নিয়ে টানা আটটি এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত। ২০২৩ সালের পর কিউয়িরা ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে হারাতে পারেনি। ঘরের মাঠেও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টানা আটটি জয় পেয়েছে ভারতীয় দল। ২০১৭ সালের পর এ দেশে এসে ভারতীয় দলকে এক দিনের ক্রিকেটে হারাতে পারেনি কিউয়িরা।
অন্য দিকে, গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনও এক দিনের ম্যাচে হারল নিউ জ়িল্যান্ড। এর মধ্যে তারা টানা ন’টি ম্যাচে জয় পেয়েছে। ৩০১ রান তাড়া করে জয় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সফলতম। ২০১০ সালে বেঙ্গালুরুকে ভারত হারিয়েছিল ৩১৬ রান তাড়া করে।