Sana Khan

‘ও ইসলাম মেনে চলে’, পরপুরুষের পাশে দাঁড়াতে আপত্তি সানার! এই প্রসঙ্গে কী বললেন বসীর?

ছবিশিকারিরা সানা ও বসীরের ছবি তোলার আবদার জানান। সরাসরি নাকচ করে দেন অভিনেত্রী। এই প্রসঙ্গে মুখ খুললেন বসীর, কী বললেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:১০
(বাঁ দিক থেকে) সানা খান, সইদ মুফতি অনস, বসীর আলি

(বাঁ দিক থেকে) সানা খান, সইদ মুফতি অনস, বসীর আলি ছবি: সংগৃহীত।

সম্প্রতি সানা খানের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে সানা, তাঁর স্বামী মুফতি আনাস সইদ ও বসীর আলি দাঁড়িয়ে ছবি তুলতে উদ্যত। চিত্রগ্রাহকেরা সানা ও বসীরের ছবি তোলার আবদার জানান। আপত্তি জানান সানা। বসীরের পাশে দাঁড়াতে চাননি। এ বার সানার এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বসীর।

Advertisement

গত বছর সানা ও মুফতি আনাস মিলে একটি পডকাস্ট অনুষ্ঠান শুরু করেছিলেন। এ বছর তার দ্বিতীয় সিজ়ন। অতিথি হিসাবে একটি পর্বে উপস্থিত ছিলেন ‘বিগ বস্‌ ১৯’ খ্যাত বসীর আলি। অনুষ্ঠানের পরে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন সানা, মুফতি ও বসীর। দেখা যায় মুফতির এক পাশে দাঁড়িয়ে সানা, অন্য পাশে বসীর। হাসিমুখেই তিন জন ছবি তুলতে থাকেন। এর পরে ছবিশিকারিরা সানাকে শুধু বসীরের সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে সেই অনুরোধ ফিরিয়ে দেন সানা। প্রাক্তন অভিনেত্রী বলেন, “না, আমি এমন ছবি তুলি না।” সঙ্গে সঙ্গে বসীর বলে ওঠেন, “আমাদের এমনই দূরত্ব থাকবে। আমরা তিন জন মিলেই একটা দল।” তাঁদের সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল। এ বার সে দিনের ওই ঘটনা প্রসঙ্গে বসীর বললেন, ‘‘সানা হচ্ছেন মুফতির স্ত্রী। ইসলাম মেনে চলা মেয়ে। ওঁর সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’’

২০২০ সালে দীর্ঘ কর্মজীবনে ইতি টানেন সানা খান। বিনোদনজগত থেকে সরে জানিয়েছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এর ক’দিনের মধ্যেই মুফতি আনাস সইদের সঙ্গে বিয়ে হয় তাঁর। তিনি মৌলবী এবং ইসলাম ধর্মের চর্চাকারী। বিয়ের পরে সানার একাধিক পরিবর্তন নিয়েও প্রবল হইচই হয়।

Advertisement
আরও পড়ুন